ধর্ষন ও ব্যাভিচার - পুরুষের কি হারাবার কিছু নেই ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪০:৪৯ সকাল
ধর্ষনের ভিডিও প্রকাশ ! অতঃপর ধর্ষিতার আত্মহনন ! কেন ?
পত্রিকার পাতা খুললেই নিত্যদিন চোখে পড়ার মত একটি খবর । পিতাসম শিক্ষকের কাছে ধর্ষনের শিকার হচ্ছে ছাত্রীরা । নিজের সবচেয়ে বিশ্বাসের মানুষ প্রেমিকের প্রতারনার জালে আটকা পড়ে ধর্ষন - ভিডিও ধারন ও ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়া । বখাটের দ্বারা রাস্তা বা বাড়ী থেকে উঠিয়ে নিয়ে ধর্ষন ও অতঃপর .. । পরকিয়ায় আসক্ত ও প্রতারিত হয়ে ধর্ষনের শিকার . পরিবারের সদস্যদের কাছেও নানাভাবে যৌনহয়রানির শিকার হয় নারী সমাজ ।
কোন নারীকে হাত-পা বেধে জোর করে ধর্ষন করলে সে নারীকে কি দোষি বলা যাবে ? আর যদি দোষি বলা না যায় তাহলে ধর্ষনের শিকার হলে কোন নারীকে সতীত্বহানি ঘটেছে বলা যায় ? কোন নারী যুদ্ধবন্ধী হয়ে বা শত্রুদের বিজিত এলাকায় ধর্ষনের শিকার হলে তাকে কি ব্যাভিচারের দোষে দোষী বলা যায় ?
কেউ কি কোনদিন শুনেছে কোন পতিতালয়ে গিয়ে যৌনকর্মের ভিডিও ধারন করে কোন পুরুষ বাজারে ছেড়েছে !! কেন ছাড়েনি ? পতিতালয়ে গেলে মানুষ তাকে চরিত্রহীন বলবে ? ঘুষ, কাগজে কলমে হোক, জোর করে নিক, চেয়ে নিক যেভাবেই হোক সে ঘুষখোর । চলছাতুরী করে হোক বা জোর করে ক্ষমতা খাটিয়ে হোক, তা শেয়ারবাজার বা পদ্মাসেতু বা হলমার্ক যেটাইহোক অবৈধ পথে আয়কারী দূর্নীতিবাজ । ব্যাভিচার বেশ্যালয়ে গিয়ে হোক, প্রেমিকা বা ছাত্রীকে রাজী করিয়ে হোক বা ধর্ষনের ফলেই হোক ব্যভিচারী চরিত্রহীন ।
সুতরাং ধর্ষনের ফলে পুরুষজাতি যেমন চরিত্রহীন হচ্ছে সাথে তার ভিডিও প্রকাশ করে নিজের অপরাধের প্রমান নিজেই প্রকাশ করছে । এখন রাষ্ট্র বা সমাজের কর্তব্য হচ্ছে চরিত্রহীন ব্যাভিচারীর শাস্তি নিশ্চিত করা ।
ধর্ষনের শিকার নারীকে সময় না নিয়েই ধর্ষনকারীর বিরুদ্ধে রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে । অন্যথায় মান-সম্মানের ভয়ে চেপে গিয়ে বার-বার ধর্ষনের শিকার হলে তা ধর্ষন না হয়ে ধর্ষনে সহায়তা বা জেনা হিসেবেই গন্য হতে পারে । আর ধর্ষিতা হয়ে জীবন বিসর্জন দিলেই দোজাহানে মুক্তি ঘটবে এমনটি ভাবা নিছক বোকামি ।
১৪ ফেব্রুয়ারীর ভালবাসার যে জোয়ার দেখা যায় তাতে ভবিষ্যতে সমাজের এ রোগটি মহামারি আকার ধারন করা অসম্ভব কিছু নয় । যৌনতাপূর্ন ভালবাসা বন্ধ না হলে এর ফল সমাজের সব তলার মানুষকেই ভোগাবে নিকট ভবিষ্যতে ।
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন