পাশাপাশি দু'টি নগ্ন ভিডিও দর্শন ! অবশেষে বোধদ্বয় !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৮:৩৭ সকাল
সপ্তাহ কয়েক আগে মার্কিন মূল্লুকে ভারতীয় দূতাবাসের দেবযানী খোবরাগাড়ে নামক এক নারী কর্মকর্তাকে যেভাবে উলংগ করে বিশেষ ও গোপন অংগ তল্লাশী করা হয়েছে সাথে তার ধারনকরা ভিডিও ইলেকট্রনিক মিডিয়ায় এসেছে তা দেখে ভারতবাসী ক্ষোভে ফুসে উঠেছিল । সরকারী ও বিরোধীদল সবাই একাট্টা হয়ে এর তীব্র প্রতিবাদ করেছিল । ভারতীয়রা মার্কিনিদেরকে ক্ষমা চাইতে বলেছিল। ভারতীয় জনতা ধন্যবাদ পাবার দাবী রাখে ।
াঅনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভকারী বাংলাদেশীরা ২০১১ সালের ডিসেম্বর মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির হাতে হাবিবুর রহমান নামক একজন তরুনকে নগ্ন করে হাত-পা বেধে নির্মমভাবে নির্যাতন করার ভিডিও দেখেছিল । আমরা সেদিন একসাথে হয়ে প্রতিবাদ করতে পারিনি ! আমাদের মন্ত্রীমহাশয়েরা উল্টো গরুপাচারকারী বলে হাবিবুর রহমানকে তিরষ্কার করেছিল সেদিন ।
ভিডিও দু'টি পাশাপাশি চালু করে দেখলে একটি বিষয় পরিষ্কার হয় - অত্যচারিত দুজনাই আদম সন্তান মানুষ । একজন মার্কিন আইন লংঘনের দায়ে আটক হয়েছিল অপরজন বন্ধুরাষ্ট্রের ভিতরে অনুপ্রবেশ করেছিল ।
ভারতীয়রা তখন হাবিবুর রহমানকে গরু পাচারকারী হিসেবে পরিচিত করেছিল । কিন্তু গতদিন বিএসএফের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা ও ৫০হাজার ভারতীয় রুপি ক্ষতিপূরন প্রদান নিঃসন্ধেহে প্রসংশার দাবী রাখে ।
দেবযানিকে নগ্ন করে অপমানের কারনেও ভারতের কিয়ৎ বোধদ্বয় হয়ে থাকতে পারে বলে আমার ধারনা।
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কোথায় যোগাযোগ করতে পারি...। সমস্যা কি।।/।
সহমত।
মন্তব্য করতে লগইন করুন