জামাতে ইসলাম কি আসলেই অস্তিত্ব সংকটে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২২ জানুয়ারি, ২০১৪, ১০:০৩:৩৩ সকাল
মানুষের ধর্মীয় বিশ্বাস কখনো বিলুপ্ত হয়না যদিনা সে ধর্মীয় রীতিতে বিশ্বাসী হয় ।
১৯৪৩সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংরেজ শাসিত ভারতের বংগীয় অংশে দূর্ভিক্ষে বেশ ক'লাখ মানুষ মারা যায় । আমাদের বাড়ীতে একজন অভাবী হিন্দু আশ্রয় নিয়েছিলেন, যিনি তার ধর্মত্যাগ করে মুসলমান হয়েছিলেন । পরবর্তীতে যখন দূর্ভিক্ষ কেটে যায়, সে ধর্মান্তরিত লোকটি গোপনে আমাদের বাড়ী ছেড়ে চলে গিয়েছিলেন ( আব্বার কাছ থেকে শোনা ইতিহাস) ।
মানুষের ধর্ম-বিশ্বাস মহামারী বা দূর্ভিক্ষের কারনে ক্ষনস্হায়ীভাবে অপ্রকাশিত থাকতে পারে, কিন্তু বিলুপ্ত হয়ে যায়না । বাংলাদেশে রাজনৈতিক দল সমুহের ভিতর জামাত ইসলামকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে যারা বিবেচনা করেন, আমি মনেকরি তারা ভুল চিন্তাই করেন । জামাত যারা করেন, তারা শুধুমাত্র এবং একমাত্র ধর্মবিশ্বাস থেকেই জামাত সাপোর্ট করেন । জামাতের লোকদের কাছে আল্লাহর এ জমিনে আল্লাহর পাঠানো মহানগ্রন্হ আল-কোরানে বর্নিত বিধিবিধান সমুহই হবে আইন। আল্লাহ যেভাবে বলেছেন আর রাসুলুল্লাহ মুহাম্মদ সাঃ যেভাবে দেখিয়েছেন, সেভাবেই সমাজ-রাষ্ট্র সবি পরিচালিত হবে । আর এর মাধ্যমেই আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করা হবে ।
বাংলাদেশে এমন ক'টি রাজনৈতিক দল রয়েছে যারা পকেটের টাকা খরচ করে রাজনীতি করে !! কিন্তু জামাতের লোকদের সবাই তার সামর্থ অনুসারে একটি অংশ জামাতের জন্য ব্যায় করে ।আর জামাত যদি দেশের শাসন ক্ষমতা পায়, তাহলে রাজনৈতিক সুবিধা নিয়ে কারো একটাকা লাভ হবে এ চিন্তা কেউ করেনা । সুতরাং জামাতের কর্মীদেরকে শুধু একটি গতানুগতিক রাজনৈতিক দলের মত না ভেবে জামাত সাপোর্টকে তাদের একটি ধর্মীয় বিশ্বাস হিসেবেই বিবেচনায় আনতে হবে ।
আর শুরুতেই উল্লেখ করেছি, দূর্ভিক্ষেও স্হায়ীভাবে মানুষের ধর্মীয় বিশ্বাস কেড়ে নিতে পারেনা । জামাতকেও অত্যাচার নির্যাতন, জুলুমের মাধ্যমে সাময়িকভাবে হয়ত কোনঠাসা করা যাবে। কিন্তু তাদের বিশ্বাসকে কখনই মুছে ফেলা যাবেনা । তাই যারা জামাতকে নিয়ে অস্তিত্বের সংকটের কথা বলেন , তারা জামাতকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ বলতে হবে
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাত বন্ধ হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে, বাংলাদেশ তথা এদেশের মুসলিমরা চূড়ান্ত পরাধীন হতে পারে, কোন কিছুই অসম্ভব নয়, কাশ্মীর দেখুন, চেচনিয়া দেখুন ফিলিস্তিন দেখুন, মিয়ানমার দেখুন, উইঘুর প্রদেশ দেখুন, ইরাক, আফগান, মিশর যেদিকে চোখ যায় সব দিকে দেখুন একই চিত্র শুধু একই চিত্র।
জামায়াতের হয়তো সময় খারাপ হয়ে থাকতে পারে কিন্তু তাদের অস্তিত্তের সংকট কখনই হয় নি। দলটি যখন খুব ছোট ছিল, তখন অনেক বড় আঘাত এসেছে। দল বড় হবার সাথে সাথে আঘাতও আরও বড় হয়েছে। তারপরও জামায়াত তার ঐতিহ্য সহকারেই টিকে আছে। সুতরাং অস্তিত্তের সংকট বলা অমুলক।
লক্ষণীয়ঃ ‘জামায়াত’ লিখতে হবে, “জামাতে ইসলামী” নামে কোন দল বাংলাদেশে নেই।
করবেন।
এই বাছাই এর পরই হয়তো চুড়ান্ত কর্মসুচী শুরু হবে যদি তারা উত্তীর্ণ হতে পারেন।
শুধু উত্তীর্ণ হলেই চলবে না বরং মান সম্মত নাম্বার পেয়ে উত্তীর্ণ হলেই তবে জাগতিক বিচারে বিজয় আসবে।
তবে আমার মতে জামায়াতের লোকেরা বেশ ভাল মানেই উত্তীর্ণ হচছেন। আর এটাই তাদের বিজয় এবং সাফল্য। আল্লাহ কুরাআনে এদেরকেই সফল বা উলাঈকা হুমুল মুফলিহুন বলেছেন।
আমরা সবাই তাদের সাথে থেকে সব রকমের সাহায্য করতে থাকি। হয়তো আল্লাহ আমাদেরকেও সেই সফল দের সাথে রাখবেন।
মন্তব্য করতে লগইন করুন