জামাত নিষিদ্ধ করুন, তবে যেন -
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:৪৬:১৫ সকাল
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় জামাত যুদ্ধে অংশ না নিয়ে অখন্ড পাকিস্তানের পক্ষ নিয়েছিল, যা অনেকে বংগবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বেলায়ও বলে থাকে ' উনি অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন'।
দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্হান নেয়া বিষয়টি আপাতদৃষ্টিতে স্বাভাবিকভাবেই নিন্দনীয় । কিন্তু দেশ স্বাধীন হবার ৪২ বছর পেরিয়ে যখন জাতি আবার স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে চাইছে, তখন কিছু কথা না বললেই নয়, কিছু বিষয় না জানলেই নয় -
৭১সনে স্বাধীনতার বিপক্ষ অবস্হানে থাকা জামাত বিগত ৪২ বছরে দেশ-বিরোধী কি কি কর্মকান্ড করেছে যে কারনে তাদেরকে নিষিদ্ধ করা হবে তা জাতির কাছে তুলে ধরতে হবে এবং এখনি -
একিসাথে নিজেরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে জাতির কাছে ওয়াদা করতে হবে -
- ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করা হবেনা,
- দূর্নীতি ও অপশাসনমুক্ত দেশ উপহার দেয়া হবে,
- নিজেদের অবস্হান পাকাপোক্ত করতে বিরোধীমতকে হত্যা, গুম, নির্যাতন করে দমিয়ে দেয়ার চেষ্টা হবেনা,
- শিক্ষাংগনে যাবতীয় সন্ত্রাস চাদাবাজি-টেন্ডারবাজি, সিট-বানিজ্য- ভর্তি-বানিজ্য, ধর্ষনের শতক উৎযাপনসহ যাবতীয় অপকর্ম বন্ধ করা হবে,
- সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শুধু ইসলামকে হেয় করার প্রতিযোগিতা বন্ধ করতে হবে,
- দেশের আইন শুধু সরকার দলীয় নয়, সবার জন্য সমানভাবে প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে,
- সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য কাজ বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি --
শুধু মুখে মুক্তিযুদ্ধের চেতনা ও বেদীতে ফুল দেয়াতেই শেষ নয় ! যারা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে চায়, তাদেরকে আদর্শ দিয়ে স্বাধীনতা বিরোধীচক্রের মোকাবিলা করতে হবে । মনে রাখতে হবে, সময় অনেক পার হয়ে গেছে । ৪২ বছর কম সময় নয় । ইতিমধ্যে চেতনাধারীদের নোংরা রাজনৈতিক আদর্শের কারনে ইসলামপ্রিয় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও শিবির করা শুরু করেছে, যার প্রমান ২৯ডিসেম্বর'২০১৩ পুলিশের গুলিতে নিহত শিবির নেতা মানসুরের বাবা আবদুর রাজ্জাক ছিলেন একজন মুক্তিযোদ্ধা । সুতরাং শান্তির আশায় এখন মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে ও আত্মীয়স্বজনের মাঝেও শিবির করার প্রবনতা দেখা দিয়েছে যা উত্তোরাত্তর আরো বাড়তে থাকবে ।
কারন, যা দেখিয়ে 'মহান আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক' জামাতের নিবন্ধন বাতিল করা হল, তা ইসলামের আক্বিদার সাথে পুরোপুরি সাংঘর্ষিক । সুতরাং সংবিধানের দোহাই দিয়ে স্বাধীনতার চেতনাকে ইসলামের বিপরীতে দাড় করানো হয়েছে । যা ইসলাম প্রিয় জনতার কাছে মোটেও গ্রহনযোগ্য নয় ।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন