জামাত নিষিদ্ধ করুন, তবে যেন -

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:৪৬:১৫ সকাল

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় জামাত যুদ্ধে অংশ না নিয়ে অখন্ড পাকিস্তানের পক্ষ নিয়েছিল, যা অনেকে বংগবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বেলায়ও বলে থাকে ' উনি অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন'।

দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্হান নেয়া বিষয়টি আপাতদৃষ্টিতে স্বাভাবিকভাবেই নিন্দনীয় । কিন্তু দেশ স্বাধীন হবার ৪২ বছর পেরিয়ে যখন জাতি আবার স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে চাইছে, তখন কিছু কথা না বললেই নয়, কিছু বিষয় না জানলেই নয় -

৭১সনে স্বাধীনতার বিপক্ষ অবস্হানে থাকা জামাত বিগত ৪২ বছরে দেশ-বিরোধী কি কি কর্মকান্ড করেছে যে কারনে তাদেরকে নিষিদ্ধ করা হবে তা জাতির কাছে তুলে ধরতে হবে এবং এখনি -

একিসাথে নিজেরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে জাতির কাছে ওয়াদা করতে হবে -

- ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করা হবেনা,

- দূর্নীতি ও অপশাসনমুক্ত দেশ উপহার দেয়া হবে,

- নিজেদের অবস্হান পাকাপোক্ত করতে বিরোধীমতকে হত্যা, গুম, নির্যাতন করে দমিয়ে দেয়ার চেষ্টা হবেনা,

- শিক্ষাংগনে যাবতীয় সন্ত্রাস চাদাবাজি-টেন্ডারবাজি, সিট-বানিজ্য- ভর্তি-বানিজ্য, ধর্ষনের শতক উৎযাপনসহ যাবতীয় অপকর্ম বন্ধ করা হবে,

- সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শুধু ইসলামকে হেয় করার প্রতিযোগিতা বন্ধ করতে হবে,

- দেশের আইন শুধু সরকার দলীয় নয়, সবার জন্য সমানভাবে প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে,

- সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য কাজ বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি --

শুধু মুখে মুক্তিযুদ্ধের চেতনা ও বেদীতে ফুল দেয়াতেই শেষ নয় ! যারা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে চায়, তাদেরকে আদর্শ দিয়ে স্বাধীনতা বিরোধীচক্রের মোকাবিলা করতে হবে । মনে রাখতে হবে, সময় অনেক পার হয়ে গেছে । ৪২ বছর কম সময় নয় । ইতিমধ্যে চেতনাধারীদের নোংরা রাজনৈতিক আদর্শের কারনে ইসলামপ্রিয় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও শিবির করা শুরু করেছে, যার প্রমান ২৯ডিসেম্বর'২০১৩ পুলিশের গুলিতে নিহত শিবির নেতা মানসুরের বাবা আবদুর রাজ্জাক ছিলেন একজন মুক্তিযোদ্ধা । সুতরাং শান্তির আশায় এখন মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে ও আত্মীয়স্বজনের মাঝেও শিবির করার প্রবনতা দেখা দিয়েছে যা উত্তোরাত্তর আরো বাড়তে থাকবে ।

কারন, যা দেখিয়ে 'মহান আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক' জামাতের নিবন্ধন বাতিল করা হল, তা ইসলামের আক্বিদার সাথে পুরোপুরি সাংঘর্ষিক । সুতরাং সংবিধানের দোহাই দিয়ে স্বাধীনতার চেতনাকে ইসলামের বিপরীতে দাড় করানো হয়েছে । যা ইসলাম প্রিয় জনতার কাছে মোটেও গ্রহনযোগ্য নয় ।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160322
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
সাইদ লিখেছেন : আওয়ামিলিগ জামায়াত নিষিদ্ব করে রাজনীতির পুজি হারাবে না.আওয়ামিলীগের কৌশল জাময়াত কে মারবো তবে মরতে দিবো না.সবচাইতে নিকৃস্ট কৌশল ব্যাবহার করে সাধারণ জনগনকে জিন্মি করে রেখেছে।
160349
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৬
আমি মুসাফির লিখেছেন : সত্য বলার জ্ন্য আপনাকে



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File