ব্লগারদের রিফিউজি স্টাটাস ও একটি কমিটম্যান্ট
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৬:১৯ সকাল
ব্লগ লিখতে ও পড়তে যারা ভালোবাসেন তারা জানেন এটা কতটা নেশার মত কাছে টানে । বাংলা বহু ব্লগসাইট রয়েছে । কিন্তু সবগুলোতে নীতিমালা বজায় রেখেও মনের কথা প্রকাশ করা যায়না । অনেকগুলোতে একাউন্ট ওপেন করে মাসের পর মাস বসে থাকতে থাকতে এক সময় ক্লান্ত হয়ে প্রথম পাতায় লিখার আশা বাদ দিয়ে শুধু পাঠক বনে থাকতে হয় ।
আমরা জানি, ইতিমধ্যে সরকারের রোষানলে পড়ে একটি জনপ্রিয় ব্লগসাইট বন্ধ হয়েছে । সে ব্লগের ব্লগাররা ঝাকে ঝাকে উকি মারতে দেখছি বিডি-টুডেতে । আর টুডে ব্লগ পরিবারও তাদের দুঃসময়ে বেশ সমাদরেই তাদের গ্রহন করছেন । ব্লগাররাও একেবারে মনের ঝাল মিশিয়ে লিখে যাচ্ছেন ।
সে যাই হোক, যে ব্লগ রেজিস্ট্রেশন করলেই প্রথম পাতার সুযোগ করে দিল - তাদের প্রতি এ নতুন অতিথিদেরতো একটি কমিটমেন্ট থাকা চাই ? তাদের সে বন্ধ হয়ে যাওয়া ব্লগ আবার চালু হয়ে গেলে কি সবাই আবার ঝাকে ঝাকে পাড়ি জমাবে সে পূরোনো ঠিকানায় ? নাকি দুঃসময়ের বন্ধুকেও মনে রাখবে ?
আশা করব তাই, যেন সে ব্লগ চালু হলেও এ ব্লগটিকেও আপন করে রাখার জন্য । এক সাথে দু'টো বা একাধিক ব্লগে আসা কোন বিষয়ই নয় ।
না হয় আপনাদেরকে সুসময়ের বন্ধু হিসেবেই ধরে নেয়া যাবে !! কি বলেন ?
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন