বাংলাদেশে আরব দেশের কোন কুটনিতিক থাকেনা ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১২ ডিসেম্বর, ২০১৩, ১০:০৮:২২ সকাল
অস্কার ফার্নান্দেজ তারানকো নামে জাতিসংঘের একজন বড় মাপের কর্মকর্তা গত ক'দিন বাংলাদেশ সফরে ছিলেন । উদ্দেশ্য দেশের রাজনৈতিক অস্হিরতার সমাধান। এর আগেও নিশা দেশাই ও নাভিপিল্লাই নামে আরো দু'জন বাংলাদেশের রাজনৈতিক অস্হিরতা সমাধানে চেষ্টা চালিয়ে গেছেন ।
গতকাল তারানকো নামের ঐ কর্মকর্তার কাছে আমাদের সাংবাদিকরা যেসব প্রশ্ন করছিলেন তাতে লজ্জায় মাথা কাটার অবস্হা । (বর্তমান সংলাপ যদি ব্যর্থ হয়, তাহলে তার পরিণতি কী হবে, এমন প্রশ্নের জবাবে তারানকো বলেন, সংলাপ ব্যর্থ হলে তার পরিণতি যে কী হবে তা তো আপনাদের সবারই জানা আছে। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।) মনে হচ্ছিল তারানকোই বাংলাদেশকে আমাদের থেকে বেশী ভালবাসে তাই তার বেশী গরজ আমাদের দেশের সমস্যা সমাধানে । সে যাইহোক-
কিন্তু ঐ কর্মকর্তার সফরের একটি বিষয় অনেকের নজর এড়ায়নি । তিনি ১৪ দেশের কুটনিতিকদের সাথে বৈঠক করেছেন সুইজারল্যান্ডে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিল, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক ও জাপানের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও দায়িত্বপ্রাপ্ত কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ভারতীয় কুটনীতিকের সাথেও আলাদাভাবে বৈঠক করেছেন ।
বাংলাদেশতো ওআইসির সদস্য, মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ, উন্নয়নশীন মুসলিম দেশ সমুহের সদস্য । তাহলেকি বাংলাদেশে আরব বিশ্বের কোন কুটনিতিক থাকেনা ? থকলে কেন বাংলাদেশ বিষয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। নাকি তারা এসব গনতান্ত্রিক রাজনীতি অপছন্দ করেন তাই মাথা ঘামায়না ?
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন