শাহবাগ-তুরাগ-শাপলা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৭:০১ সকাল
এক বাসায় দাওয়াতে যোগ দিতে গিয়ে বাংলাদেশের প্রসংগ আসলে একজন মাওলানা সাহেব ৫'মে ২০১৩ মতিঝিলের সেই কালো রাতের সমাবেশে উপস্হিত ছিলেন বলে জানালেন । বললেন, 'তাবলীগ জামাতের অনেক লোক সেদিন মতিঝিলের হেফাজত ইসলামের সমাবেশে যোগ দিয়েছিল'।
আমি 'শাহবাগ-তুরাগ-শাপলা' এই তিনটি স্হানের গুনগত মান চিন্তা করছিলাম । শাহবাগের জাগরন চত্বরে সরকারী খরচে যেরুপ নিরাপত্তা, সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্হা করা হয়েছিল, তদ্রুপ টংগীর তুরাগ নদের পাড়ে সরকার প্রতিবছর বিনামূল্যে ইত্যাদির যোগান দেয়াসহ আরো নানাবিধ যেমন অতিরিক্ত ট্রেন সার্ভিস, চিকিৎসা, গ্যাস, ভাসমান সেতু আরো কতকির ব্যবস্হা করে থাকে । তাবলীগ জামাতের মুরুব্বীদের হিসেব মতে প্রায় ৩০ লক্ষাধিক লোকের জমায়েত হয় বিশ্ব-ইজতিমায় । দেশের গন্যমান্য যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী সবাই আখেরী মুনাজাতে অংশ নিয়ে থাকেন ।
তাহলে তুরাগ নদের তীরে যে মানুষগুলোকে সরকার এতকিছু দিয়ে সাহায্য করে থাকে ! সে মানুষগুলো শাপলা চত্বরে আসলে সুপেয় পানির পরিবর্তেৎ টিয়ারগ্যাস, বুলেট, লাঠিপেটা, বুট জুতার লাথি দিয়ে কেন অপমান করা হয় ! এটি কি কোন স্হানের বিশেষ গুনে ?
যে কারনে ৩০ লক্ষ লোককে সরকার পৃষ্টপোষকতা দেয়, সেখানে এমন কি ব্যতয় ঘটল মাত্র ২-৩ লাখ মানুষকে সরকারের সয্য হলোনা ? মাত্র একটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এত অপমান ! সরকারের হাজারটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলেতো তাহলে আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে প্রানদন্ডই প্রাপ্য হবে তাদের !!!
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন