মন্ত্রী ও উপদেষ্টা পদের জন্য বয়সসীমা নির্ধারন করা হোক !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৬ নভেম্বর, ২০১৩, ০৫:৩৯:৫৪ বিকাল
আচ্ছা আপনারা কেউ কি জানেন, চাকুরীতে কেন অবসরের বয়সসীমা নির্ধারন করা হয়েছে ? এটি কি চাকুরীজীবিদেরকে বুড়ো বয়সে দয়া করে কাজ না করিয়ে বসিয়ে বসিয়ে পেনশন খাওয়ানোর জন্য !! মরার বয়সতো প্রায় হতে চলল এবার একটু আল্লাহর ইবাদত-বন্দেগী করার জন্য !! একটি নির্দিস্ট বয়সসীমা পার হলে মানুষের কাজের উদ্দম আর তেমনি থাকেনা যেমনটি বয়সকালে ছিল !! নাকি এ বয়সে এত দায়িত্ব নিয়ে তার পদের প্রতি সুবিচার করে তিনি কাজ করতে সক্ষম হবেননা !!
হতে পারে অন্যকিছুও !! তাহলে যে বয়সে এসে মানুষ মানসিক ও শারীরিকভাবে দূর্বল ও অকর্মন্য হয়ে পড়ে - সে বয়স বা তার চেয়েও বুড়োবয়সে দেখি আমাদের দেশের রাজনীতিকরা দেশপ্রেমের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশের উন্নতির হাল ধরতে আসেন । সরকার চালাতে দেখি যতসব অবসরপ্রাপ্ত বুড়ো বয়সের কর্মকর্তাদের ।
তাহলে কি একটি দেশ চালানো একটি প্রতিষ্টানের যে কোন পদে কাজ করার চেয়ে অনেক সহজ !!
মার্কিন কিংবা ইংরেজদের সরকার যারা চালায় তাদেরকেতো বেশ শক্ত-সামর্থই দেখায় ! আমাদের দেশের মন্ত্রীরা যেমন বুড়ো, রাষ্ট্রপতি হয় এমন এক-একজন যিনি সারাবছর চিকিৎসার্থে সিংগাপুর ভ্রমনেই ব্যস্ত থাকেন !! কি অবাক দুনিয়া !!!
সংবিধানে কেন এ আইন থাকতে নেই যে, সরকারী চাকুরীর মত ৬০-৬৫বছর বয়সে বেশী কেউ মন্ত্রী হতে পারবেনা ! ডঃ ইউনুসকে বয়সের দোহাই দিয়ে যারা বিদায় করেছে, তাদের অনেকেও ইতিমধ্যে ইউনুসের চেয়েও বেশী বুড়ো হয়েছে এটা কাউকে বলতে শুনিনা ।
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন