শেখ হাসিনা এবার হয়ত ভাল হয়ে যাবেন !!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ নভেম্বর, ২০১৩, ০৬:২৬:০৭ সন্ধ্যা
শেখ হাসিনা বর্তমানে ওমরাহ পালনার্থে সৌদিআরব ভ্রমনে আছেন । উনার পোষাক-আষাক দেখে আমি যারপর নাই খুশী যদিও অনেকে এসব ভন্ডামী বলে ব্যপকভাবে সমালোচনা করছেন ।
আশাবাদী হতে দোষ কোথায় !!
রাসুলুল্লাহ সাঃ এর সাহাবা হযরত মুয়াবিয়া রাঃ এর মাতা 'হিন্দ' ওহুদ যুদ্ধের সময় রাসুল সাঃ এর চাচা হযরত হামজা বিন আবদুল মুত্তালিবের কলিজা ভক্ষন করেছিলেন । মক্কা বিজয়ের পর তিনি ইসলাম ধর্ম কবুল করেন এবং মুসলমানদের সাথে যুদ্ধেও অংশ নেন । ইয়ারমুকে রোমানদের সাথে যুদ্ধে তিনি কবিতা পাঠের মাধ্যমে মুসলিম সেনাদের উৎসাহিত করেন । মুসলমানরা সে যুদ্ধে জয়লাভ করেছিল ।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আল্লাহ ভাল করে দিতে কতক্ষন । হয়ত এমনও হতে পারে তিনি তাবলীগের মুরুব্বী ও মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সাহেবদের ডেকে ইসলামি আইন চালু করার ব্যপারে সাহায্য চাইতে পারেন ।
আল্লাহ হাসিনাকে হেদায়েত করুন ।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন