হেড লাইনটি বেশ বিরক্তিকর ও কষ্টদায়ক ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৮ নভেম্বর, ২০১৩, ১১:১৫:৫২ সকাল
http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/55361
সরকার ইচ্ছাকৃতভাবে গায়ের জোরে তাদের পুরো মেয়াদেই দলটিকে কোনঠাসা করে রেখেছে । অফিসে তালা, মিছিল-মিটিং (ঘরে কিংবা বাইরে) সবি নিষিদ্ধ । এক কথায় বলা যায় দলীয় কাজে পুরোপুরি বাধা প্রদান করছে সরকার ।
এ দলটিকে সরকার নিষিদ্ধ করে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রয়েছে একথা সচেতন যে কোন নাগরিকই বুঝতে পারবে । কিন্তু এত জুলুম নির্যাতনের পরেও দমানো যাচ্ছেনা তাদের । বলা যায় দিনকে দিন রুদ্রমূর্তি ধারন করছে নেত-কর্মীরা । আর এটাই স্বাভাবিক হিসাব-নিকাশ । কেউ কারো অধিকার সোজা পথে আদায় করতে না পারলে বাকা পথেই হাটবে বা হাটতে বাধ্য করা হয় ।
জংগীগোষ্টি আপনা-আপনি ফয়দা হয়না । জুলুমের অনিবার্য ফসলই হল চরমপন্হার হাতছানি । তা মাওবাদী হোক বা আল-কায়েদা হোক, যা শান্তিপ্রিয় কেউ কামনা করেনা ।
তান্ডবের এখন কি দেখছে দেশের মানুষ, অচিরেই হয়তবা ভয়াবহ গৃহযুদ্ধের দিকেই হাটছে সোনার বাংলাদেশ । সময় ও নদীর স্রোত কারো জন্য বসে থাকেনা, সাথে ইতিহাস বলে ক্ষমতা ও প্রতিপত্তি চিরস্হায়ী হয়না । সুতরাং আজকের ক্ষমতাবানদের সাবধান হওয়া উচিত ।
তারপরেও বলছি, সরকারের রোষে পড়ে সাধারন নাগরিকদের গাড়ী পোড়ান হলে (যদিও গাড়ী না পোড়ালে মিডিয়াসিন্ডিকেট বলবে নিরুত্তাপ, জনগন প্রত্যাখ্যান করেছে ইত্যাদি )তা কাম্য নয় । সরকারের আক্রোশের জবাবে ক্ষমতাবান রথি-মহারথিদের উপর প্রতিরোধা গড়ে তোলাই উত্তম তা বাকা পথে বা চরমপন্হায় হলেও । সাধারন নাগরিকের জান-মালের ক্ষতি কেউ পুষিয়ে দেবেনা । অতএব এটা বন্ধ করতে হবে ।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন