লালসেটে ফোন করা নিয়ে খামাখাই বিতর্ক !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৯ অক্টোবর, ২০১৩, ১০:১৯:৫১ সকাল
শেখ হাসিনা লালসেটে ফোন না দিয়ে মিথ্যাচার করেছেন মর্মে অনেকেই ফেসবুক, ব্লগসহ বিভিন্ন মাধ্যমে অযথাই বিতর্ক করছেন । শেখ হাসিনা খালেদা জিয়ার রেডসেটে ফোন দিয়ে না পেলে এটা তিনি বলতেই পারেন ।
এক্সচেন্জে লাইন একটিভ থাকলে যদি কেউ সে নম্বরে ডায়াল করে তাহলে ফোনসেটের রিসিভার বা রিংগার বা অন্যকোন কানেকশনজনিত সমস্যার জন্য কেউ ফোন দিলে রিংটোন নাও শোনা যেতে পারে অন্যদিকে ডায়ালকারী ব্যক্তি রিংটোন হচ্ছে এমনটি শুনতে পেতে পারেন । রিসিভার প্রান্তে যদি কোন ডায়ালটোন বা লাইন একটিভ থাকলে যে টোন শুনতে পায় তা না শুনে, ধরে নেয়া যেতে পারে লাইনে সমস্যা রয়েছে বা ফোনসেটের কোন সমস্যা । ইত্যাদি..
সে যাইহোক, যে বিষয়টি নিয়ে মাথা ঘামানো হচ্ছে এটা অযথা বলেই আমার মনে হয় । আসল কথা হল, 'শেখ হাসিনা, খালেদা জিয়াকে ফোন দিয়ে কথা বলেছেন'। কি কথা বলেছেন, সেটাই আসল জরুরী । তালগাছ পরম মমতায় বুকে জড়িয়ে রেখে 'জ্বি আচ্ছা - সমঝে- বিলকুল ঠিক হায়' বললেতো আসল সমস্যার কোন সমাধান হবেনা ।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন