বিরোধী দলের আন্দোলনের নমুনা দেখুন !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ অক্টোবর, ২০১৩, ০৫:১৪:১৩ বিকাল
মোটেও অবাক হবার মত বিষয় নয় ! হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে বগুড়ায় বিএনপির দুপক্ষের সংর্ঘষে একজন নিহত !
যে মূহুর্তে সরকার পতনের জন্য নিজেদের বিভেদ ভুলে একসাথে মাঠে থাকবে, ঠিক সেসময় নিজেরাই নিজেদের গুলি করে মারে ! ভাবখানা এমন মনেহয় ইতিমধ্যে তারা ক্ষমতা পেয়ে গেছে ! এখন হালুয়া-রুটির টানাটানি !
এরা ক্ষমতায় গেলে কি দেবে দেশের মানুষকে ? আওয়ামী দুঃশাসন থেকে রেহাই পেতে বিএনপিকে ভোট দেয় মানুষ । কিন্তু পায় আরেক লুটেরার দল !
হাসিনা ইসলামি বিদ্বেষী না হয়ে উঠলে তাকেই হয়ত দেশের মানুষ আবার ভোট দিত ! ভারতে থাকতে শেখ মুজিব হিন্দু-মুসলিম দাংগার ভয়াবহতা দেখেছিলেন । যে কারনে ভারতকে ভয় করলেও তোয়াজ করতেননা, কিন্তু হাসিনা চন্দন-তিলক পরে উল্টোটাই করে । মুজিবের মনের কথাটাই হাসিনা বুঝলনা !!
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন