ইস ! বিচারটা যদি বাংলাদেশের আদালতে হত !! বিচারক মানিক
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ অক্টোবর, ২০১৩, ০৬:৫২:৩৬ সকাল
বিচারপতি সামসুদ্দিন মানিক, যার নামের আগে মাননীয় বিচারপতি না বললে আদালতের অবমাননা হয় । সেই মানিক ইংরেজদের কোর্টে এক মামলায় হেরে গিয়ে রীতিমত জরিমানা গুনতে যাচ্ছেন !! শুনতে জানি কেমন কেমন লাগে !! যিনি আদালতের চেয়ারে বসে বহু মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, সেই মানিককে লন্ডনের আদালত জরিমানা করেছে তারই দায়ের করা একটি মামলার রায়ে !!
http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/51336
এসব মাননীয় মানিকদের তারপরেও লজ্জা হবেনা ! মানীর মান বলে কথা । বরং বাংলাদেশের কোন মিডিয়াতে আসলে হয়ত উল্টো তার সম্পাদক, প্রকাশকের বিরুদ্ধেই মামলা দায়ের করে আদালতে নিয়ে কাঠগড়ায় ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রাখবেন । তাই বলি, ইস ! মামলাটা যদি দেশের আদালতে হত, তা কতইনা ভাল হত !!
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন