শিবিরের পোলাপাইন হিন্দুদের মন্ডপে হামলা করতে গেল কেন ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ অক্টোবর, ২০১৩, ১০:৫৫:২৪ সকাল

দলীয় নেতা কর্মীদের মুক্তির দাবীতে দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় মিছিলের সময় পুলিশের গুলিতে একজন শিবির নেতা নিহত হয়েছেন । কিন্তু পুলিশের এসপি বলছেন, শিবিরের পোলাপাইন পুজামন্ডপে হামলা চালালে পুলিশ বাধা দেয় এবং পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে গুলি চালায়, তাতে গুলিবিদ্ধ হয়ে শিবিরের একজন মারা যায়।

দেখুন -

http://www.thedailystar.net/beta2/news/shibir-men-attack-puja-mandap/

কথাহল শিবিরের ছেলেরা নেতাদের মুক্তির দাবীতে মিছিল করতে গেলে রাজপথে করবে । হামলা চালালে সরকারী দলের নেতা ও সরকারী চাকর পুলিশদের উপর হামলা চালাবে ! তারা কেন অকারনে হিন্দুদের পুজামন্ডপে হামলা চালাল, যা শিবিরের ইতিহাসে কখন ঘটেনি ?

এদিকে কোলকাতার সোনাগাছির যৌনপল্লীতে প্রথমবারের মত হতে যাচ্ছে দূর্গাপূজা । দূর্গাপূজাতে বেশ্যাবাড়ীর দরজার মাটি কেন ব্যবহার হয় বিস্তারিত দেখুন বিবিসির সংবাদে -

http://www.bbc.co.uk/bengali/news/2013/10/131010_mb_wb_puja_sex_workers.shtml

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File