কথার ভিতর কথা, দশ কথার এক কথা ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০২ অক্টোবর, ২০১৩, ০৯:৩২:৪১ সকাল
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিচার একদিন হবে ইনশা'আল্লাহ - খোন্দকার মাহবুব ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই বিচারের সঙ্গে সংশ্লিষ্টদের বাংলার মাটিতে একদিন বিচার হবে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খন্দকার মাহবুব বলেন, প্রহসনের বিচারে যারা সম্পৃক্ত ছিলেন, ইনশাআল্লাহ, বাংলার মাটিতে তাদের বিচার হবে। এটা রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাআল্লাহ, জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় যায়, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে এবং প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে।
মাশা'আল্লাহ । খন্দকার মাহবুবের নামে হয়তবা আদালতের প্রতি হুমকি বা অবমাননার মামলাসহ বিচার বানচালের চক্রান্ত ইত্যাদি নানাধরনের কথা উথ্থাপিত হতে পারে । কিন্তু উনি বর্তমানে দেশের স্বৈরশাসকদের যেভাবে ধমকের সুরে কথা বললেন তাতে উনাকে মোবারকবাদ জানাতেই হয় ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ জনাব খন্দকার মাহবুব হোসেন ।
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন