আসমা ও ঐশী - রেশমা ও মালালা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৬:০৭ সকাল
আসমা বেলতাগী ইতিমধ্যে মুসলিম উম্মার কাছে এক সুপরিচিত নাম । অবশ্য বর্তমান সমাজে নামধারী মুসলমান মানে মুনাফিকের সংখ্যাই নিঃসন্ধেহে বেশী হবে । তাদের কাছে বেলতাগীর আত্মত্যাগ সন্ত্রাসের মতই মনে হবে ! তারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সিসি আল সৌদদের সহযোগিতা করবে ! শহীদ হওয়া আসমাকে উদ্দেশ্য করে তার বাবার লিখা চিঠিটি সত্য পথের মুসলমানদের বেশ নাড়া দিয়েছে । নীরবে চোখের পানি মুছেছেন অনেকেই । অনেকে আবার শপথ নিয়েছেন আসমার পথের পথিক হবার ।
প্রসংগক্রমে আসমা আর আমাদের বাবা-মা হন্তারক হিসেবে পরিচিতি পাওয়া ঐশী প্রায় সমবয়সী । দু'জনাই মুসলিম পরিবারের সন্তান । কিন্তু দু'জনার চিন্তা-চেতনার মাঝে যোজন-যোজন তফাৎ । একজন আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগস্বীকার করেছে, অন্যদিকে আরেকজন চিরস্হায়ী জাহান্নামের ঠিকানার যাত্রী হয়েছে । আমাদের সমাজে যেমন আসমার উত্তরসূরীরা রয়েছে, রয়েছে ঐশীর উত্তরসূরীরাও । কিন্তু দূঃখজনকভাবে ঐশীরাই নিজেদের সমাজের সব প্রগতির ধারক-বাহক বলে মনে করে !!
রেশমা ও মালালা দুজনাই বিশ্ব মিডিয়া তোলপাড় করা নাম । রেশমাকে নিয়ে ঘাটের জল ঘোলা করে একটি গোষ্টি ফায়দা হাসিলের চেষ্টা করেছে । তেমনি মালালাকে নিয়েও চলছে একি খেলা । পুরষ্কার প্রাপ্তির হিসেবেও দুজন বেশ ভালই করেছে ।
সু্স্হ রেশমাকে নিয়ে চলছে অসুস্হ রাজনীতি, মালালাকে নিয়েও চলছে ঠিক তেমনি !! রানা প্লাজার দূর্ঘটনার আসল ভিকটিমদের অনেকের যেমন কেউ খবর রাখেনা, তেমনি ড্রোন আক্রমনের শিকার ভিকটিমদেরও কেউ খবর রাখেনা !! কি নির্মম বাস্তবতা সভ্য নামের মানব সমাজের !!
বিষয়: বিবিধ
১৬১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন