শফী হুজুরের তেতুলতত্ত্বের পরীক্ষা দিলেন ভারতীয় ধর্মগুরু !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫০:১৩ সকাল
কদিন ধরে হুজুরদের তেতুল বলে আমাদের মাননীয় মন্ত্রীমহোদয়েরা যে ভাষায় বিদ্রুপ করছেন তাতে বেশ কষ্ট হচ্ছিল । অবশেষে বিবিসি থেকে যখন এ খবরটি শুনেছিলাম সত্যি শিহরন জাগানো ও রোমান্চকর লেগেছে আমার কাছে ।
প্রতিবেশী দেশের একজন বিখ্যাত ও প্রভাবশালী ধর্মগুরু যিনি সবসময় ভক্তদের ধর্মের বানী শুনিয়ে এসেছেন, ৭২ বছর বয়সে এসেও তেতুল তত্বের বাইরে যেতে পারলেননা । ১৬ বছরের এক শিশু বয়সের (সাংবিধানিক) কিশোরীকে কি যেন করেছেন !! মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারটি গুরুর শাস্তির দাবীতে অনশন শুরু করলে অবশেষে যোধপুরের ভারতীয় উগ্র জনতা পার্টির ঘাটি থেকে উনাকে গ্রেফতার করে পুলিশ । গুরুজি নিজেকে নপংশুক দাবী করলে পুলিশ শফী সাহেবের তেতুল তত্ব প্রয়োগ করে আবিষ্কার করল গুরুজি এখন সক্ষম ।
দেখি মন্ত্রী মহাশয়েরা এবার কি বলেন ? শফী হুজুরকেই ঠিক মেনে নেন কিনা ?
বিস্তারিত -http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/45221
বিষয়: বিবিধ
১৮৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন