ইরাক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ৩০ আগস্ট, ২০১৩, ০৮:৩৩:৫৭ সকাল

মার্কিনিরা ব্যাপক বিধ্বংসী অস্র থাকার যে মিথ্যা অযুহাতে ইরাকে আগ্রাসন চালিয়েছিল তাতে লক্ষ-লক্ষ মানুষ নিহত, পংগু, এতিম, বিধবা, সন্তানহারা ইত্যাদি পরিনতিই হয়েই শেষ হয়নি । মার্কিনিরা ইরাক ছেড়ে চলে গিয়েছে ঠিকি, কিন্তু যে ইরাক তারা রেখে গেছে তাহল শিয়া-সুন্নী-কুর্দী ইত্যাদি বিভাজনের চরম হানাহানি । পত্রিকার পাতা খুললে প্রতিদিনই কোথাও না কোথাও বোমা হামলার খবর থাকবেই । মিডিয়াগুলোর সংবাদ এমন হয়, আজকে শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলা তো কালকের খবর সুন্নী ঘনবসতির একটি বাজারে বোমা হামলা ! মনে হয় যেন ইচ্ছা করেই পরিকল্পিতভাবে দাংগা বাধানোর আরো উস্কানি দিচ্ছে !!

বলা হচ্ছে ইরাকে আল-কায়েদা বর্তমানে পুরোমাত্রায় সক্রিয় ! কিন্তু আল-কায়েদার যুদ্ধ কাদের বিরুদ্ধে ? অদ্যবধি আল-কায়েদা ইসরাইলি কোন স্বার্থে আঘাত করেছে এধরনের কোন খবর কেউ দেখেনি ! তাই ইদানিং অনেকের মনে প্রশ্ন জাগে, আলকায়েদা আসলে কি বা কারা ?

মুসলিম বিশ্বের হানাহানির সমাধান কি ? নাকি এ হানাহানির কোন সমাধান কারো জানা নেই ? কারন মিশরের সিসি সরকার যখন মসজিদে আগুন দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মারে - তখন আল সৌদরা আর আল-সাদরা একযোগে তালি বাজায় ? আবার সৌদরা সিরিয়ায় বাসারের বিরুদ্ধে মার্কিনিদের নিমন্ত্রন জানায় তার নাগরিকদের রক্ষার জন্য !!!

আরবলীগ বা ওআইসি যে ধরনের ভূমিকা নিচ্ছে তা উল্লেখ করার মত নয় !! মসুলিম বিশ্বের সংকটকালে কি ভূমিকা নিচ্ছে এই সংগঠনটি ?ওআইসি কি একটি সভা ডেকে নিজেদের বিভেদগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করেছে কখন ? শিয়া-সুন্নী হাংগামা করে কারা লাভবান হচ্ছে, এ উপলব্ধিটা মুসলমানদের কবে হবে ?

বিষয়: বিবিধ

১৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File