সেদিন থেকে মায়ের সাথে উচ্চস্বরে কথা বলিনি !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ আগস্ট, ২০১৩, ১০:৩৪:৪২ সকাল
তখন ক্লাস নাইনে পড়ি । একদিন স্কুলে যাবার সময় হলে মা এসে সব গুছিয়ে দিয়ে সবশেষে ছাতাটা এগিয়ে দিলেন । পরিষ্কার আকাশে সূর্যরশ্মির প্রখরতা দেখে মায়ের এগিয়ে দেয়া ছাতাটা অনেকটা ফেলে দিয়ে স্কুলের পানে ছুট লাগালাম । আমাদের স্কুলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বাস থেকে নেমে মিনিট কয়েক হাটার পথ ।
এত সুন্দর আকাশে হঠাৎ তুমুল বারিধারার বর্ষন শুরু হল, যখন আমি গাড়ী থেকে নামলাম ঠিক সে মূহুর্তেই । স্কুল পর্যন্ত যেতে ভিজে একাকার । ঠিক যখন স্কুলের আংগিনায় পা রাখলাম বৃষ্টি উধাও !!
সেদিনের ঘটনা মনে এতটা দাগ কেটেছিল, মায়ের জীবনের বাকী দিনগুলোতে কখন জোরে কথা বলিনি তার সাথে । মায়ের কথাকে উড়িয়ে দেয়ার সাহস হয়নি কখন । পরবর্তীতে ছুটিতে যতবারই বাড়ী আসতাম, কদিন বেশী থেকে যেতে বলতেন । প্রায়ই সম্ভব হতোনা মায়ের আবদার রাখা । ফিরিয়ে দিতাম হাসিমুখেই । বুঝিয়ে বলতাম পরেরবার আসলে বেশীদিন থাকব। আর এখন, যখনই মনে পড়ে মা-বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
এখনকার ছেলে-মেয়েরা ভালোর জন্য একটু বকুনি দিলেই আত্মহত্যা করে । বেশী জোর খাটালে কফির সাথে কিসব মিশিয়ে খাইয়ে খুচিয়ে-খুচিয়ে তাদের হত্যা করে । ভাবি, আমিওতো এ সমাজেরই একজন । ওরা কেন এতটা বখে যাচ্ছে ! কেন আমার মত করে মা-বাবাকে ভালবাসতে জানেনা ?
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন