শিবির-ছাত্রলীগ রগ কাটার যৌথ মহড়া !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৬ আগস্ট, ২০১৩, ০৯:৩৩:৩৮ সকাল
শিরোনামটি নীচের নিউজটি থেকে নেয়া ।
http://www.bdtomorrow.net/newsdetail/detail/41/43670
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুহিন নামে যে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগকর্তন হয়েছে তাতে ৩-৪দিন পেরিয়ে গেলেও এখন মামলা হয়নি ! কিন্তু শিবিরের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান ইতিমধ্যে পুরোমাত্রায় চলছে । অনেক শিবির নেতা-কর্মীকে গ্রেফতারও করা হয়েছে ।কারন শিবিরকে গ্রেফতার করতেতো মামলাও লাগেনা, কোন কৈফিয়তও নেই !!
ইতিমধ্যে গ্রেফতারকৃত মাসুম নামে শিবিরের এক স্হানীয় নেতাকে গতকাল সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ । সে শিবির নেতাই পিলে-চমকানো এ তথ্য দিয়েছে । শিবির-ছাত্রলীগ যৌথভাবে রগকাটায় অংশ নিয়েছে ।
পুলিশ হেফাজতে দেয়া জবানবন্দীর সত্য-মিথ্যা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই । কিন্তু ঘটনার মূলহোতা পদ বঞ্চিত ছাত্রলীগ নেতাদের নামে মামলা দেয়া বা গ্রেফতার করার জন্য যৌথমহড়ার এ নাটকটি পুলিশ সুন্দরভাবেই উপস্হাপন করল । তাতে শিবিরের বিরুদ্ধে রগকাটার পুরনো অপপ্রচারটা অন্ততঃ আসল রগকাটা-ছাত্রলীগের উপর আপাতত পড়লনা ।
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন