৪২ বছর পর আদালতের রায় প্রমান করল ১৯৭১ সালে জামায়াতসহ ইসলামী দলগুলোর অবস্হান যথার্থ ছিল।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ আগস্ট, ২০১৩, ১১:১৯:১৬ সকাল

বাংলাদেশের উচ্চ আদালত এক অবিস্মরনীয় রায় দিয়েছে । বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা নয় বরং গঠনতন্ত্রে কেন জনগন না বলে মহান আল্লাহর সার্বভৌমত্বই হবে সকল ক্ষমতা ও নীতির উৎস ? তাই, জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হল। আপাতত বলা যায় যা জামায়াত নিষিদ্ধের প্রথম ধাপ ।

রায়ে বলা হল সংবিধানের সাথে দলীয় গঠনতন্ত্র সাংঘর্ষিক । আর এ সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনায় তৈরী ? তাহলেতো একজন মুসলমান হিসেবে আল্লাহর সার্বভৌমত্ব বিদায় করার মুক্তিযুদ্ধে অংশ না নেয়াই ছিল উত্তম, আর বিরোধীতা করাই ছিল ফরজ । তাই জামায়াতসহ বাদ বাকী ইসলামী দলগুলোর মুক্তিযুদ্ধের বিরোধী অবস্হান দূরদর্শী ও যথার্থই ছিল সন্ধেহাতীতভাবে বলা যায়। আমি জন্মে থাকলেও একি অবস্হান নিতাম ।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File