বিরোধীদলের জন্য সামনে কঠিন সময় !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০১ আগস্ট, ২০১৩, ১০:১৬:৩০ সকাল

গত দু'দিনে যুবলীগের নেতাদের খুনাখুনির কীর্তিকলাপ দেখে অন্ততপক্ষে একটি বিষয় বিরোধীদল নিশ্চিত হতে পারে, আওয়ামীলীগের অধীনে অথবা আওয়ামীমনা কোন সরকারের অধীনে যদি কোন নির্বাচন হয় তাহলে মিল্কিকে যে অস্র দিয়ে হত্যা করা হয়েছে, এসব আগ্নেয়াস্র বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা ও ভোটের কেন্দ্র দখলের জন্যই ব্যবহার হবে । এ ঘটনা থেকে একটি মেসেজ নেয়া যায় যে, দেশে এমুর্হুতে বিপুল পরিমান অবৈধ আগ্নেয়াস্র রয়েছে ! যার প্রায় সিংহভাগই সরকারদলীয় নেতা-কর্মী ও গুন্ডাদের হাতে ।

অতীতের কেয়ারটেকার সরকারগুলোর একটি উল্লেখযোগ্য কাজ ছিল, ক্ষমতা নেয়ার পরমুর্হুতেই অবৈধ অস্র উদ্ধার অভিযান । কারন তারা মনে করেছিলেন নিবার্চন সুষ্ঠু করার জন্য এটা অতীব জরুরী। তাই, বিরোধীদল যদি সরকারের হুমকি-ধমকি বা বিদেশীবলয়ের কাছে নতি-স্বীকার করে এই সরকারের অধীনে নির্বাচনে রাজী হয়, তাহলে শুধু আওয়ামীলীগ সরকারকে আবার ক্ষমতায় আসার বৈধতা দেয়ার জন্যই হবে !! এমনটি মনে করা মোটেও অমূলক বলে আমার মনে হয়না !!

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File