খাদেমাইনে হারামাইন বাদশার ইনসাফ !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ৩০ জুলাই, ২০১৩, ০৯:৪৬:১৩ সকাল

কোন মুসলিম শাসক বিজিত এলাকায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করলে তা ন্যায় সংগত বা ইসলামি অনুশাসন অনুযায়ী বৈধ হবে, একি সুত্রানূযায়ী বাদশাহ আবদুল্লাহ বা খলিফা নাহিয়ানরা নিজেদের দেশে ইসলামী শাসন কায়েম করেছেন এই বলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্হাকে বৈধ হিসেবেই বর্ননা করেন ।

বাদশাহ আবদুল্লাহ নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়িলি ইয়াহুদী বা মার্কিন নাসারাদের সাথে বৈধভাবে যে কোন চুক্তিও করতে পারেন । কিন্তু অন্যায়ভাবে কোন দেশের সামরিক সেক্যুলার বাহিনি দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের মানুষের (মুসলিম বা অমুসলিম) উপর অন্যায় অবিচার ও গনহত্যা চালালে খাদেম বাদশাহ কিভাবে তাদের অতিদ্রুততার সাথে অভিনন্দন জানাতে পারেন !! কিভাবে ইসলাম বিদ্বেষী একটি গোষ্টিকে উনারা ইসলামী বলে বৈধ করতে পারেন । আরব জাহানের বাদশাহদের এটি কোন ধরনের ইনসাফ ??

বাদশাহদের অর্থে মুসলমানদের কলিজা বিদির্ন হয়ে বুকের রক্তে জমিন রন্জিত হলে এটি কি ইনসাফ হয় ??

প্রতিটি ফোটা রক্তের জন্য বিচার দিবসে উপযুক্ত প্রতিফল আরবীয় বাদশাহীরা পাবেন বলেই আমার বিশ্বাস ।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File