আরবীয় বাদশাহদের মিশরবাসীর জন্য উপঢৌকন !!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১০ জুলাই, ২০১৩, ১০:১৭:১৭ সকাল
মুরসিকে যেদিন সেনা 'ক্যু' এর মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হল, আনন্দে আত্মহারা হয়ে সৌদি বাদশাহ আবদুল্লাহ সেনা ক্যু কে অভিনন্দন জানালেন । এরপর আমীরাতের খলিফা নাহিয়ান সেনাদের দূষ্কর্মের উচ্ছসিত প্রসংসা সহকারে বার্তা দিলেন ।
উপরোক্ত বিষয়টি নির্লজ্জতার ঠিক কোন ক্যাটাগরীতে ঠেকে আমার বোধগম্য হয়নি !!
আজ আবার দেখলাম, ৫বিলিয়ন ও ৩বিলিয়ন ডলারের বিশাল উপহার নজরানা স্বরুপ পেশ করছেন মিসরীয়দের জন্য । তাদের এই টাকার বিনিময়ে কারো মুখে অন্ন উঠবে, কেউ টাকার পাহাড় গড়বে আবার কেউ বুলটের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে মহান রবের দরবারে উপনিত হবেন ।
দয়ার সাগর আরব বিশ্বের এইসব বাদশাহদের পর্বতসম এত টাকা থাকার পরেও কেন মুসলিম বিশ্বের অনেক দেশের লোক অনাহারে মারা যায় আমার বুঝে আসেনা ।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন