আওয়ামী সন্ত্রাসীরাকি আসলেই সাহসী ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৪ জুন, ২০১৩, ১২:০৫:৫৭ দুপুর

গত সপ্তাহে প্রতিবেশীর বাসায় দাওয়াত ছিল । সেখানে এক অপরিচিত মুখের দেশীভাইয়ের সাথে পরিচয় । উনি একসময়কার ছাত্রলীগের নিবেদিত প্রান কর্মী ছিলেন বলে পরিচয় দিলেন । একিসাথে উনার অনেক সহপাঠি যারা অনেকেই বখে গিয়ে ক্যারিয়ার নস্ট করেছিল তা স্বানন্দ্য চিত্তেই বললেন ।

হেফাজতের প্রসংগ আসতেই বললেন, এরা সবাই জামাত-শিবির । যুদ্ধাপরাধীদের বাচানোর জন্যই এসব করছে !! অতঃপর বললেন - আওয়ামীলীগকে আগামীতে অবশ্যই ক্ষমতায় আসতে হবে ? নতুবা জেলা থেকে নিয়ে থানা লেভেলেরও সব নেতাকে হত্যা করা হবে !!!

কিছুক্ষন চিন্তা করলাম, অস্র হাতে পুলিশের সাথে দুঃসাহসী এসব কর্মীরা এতটাই ভীতু !! আগামীতে ক্ষমতায় আসতে না পারলে কারা তাদেরকে মেরে ফেলবে ?

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File