কমিউনিস্টে রুপান্তরিত হবার পথে আওয়ামীলীগ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৯ মে, ২০১৩, ১২:০৯:৫৭ দুপুর

বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগ এককালের ঘোরতর বিরোধী বর্তমানে নীতি-আদর্শহীন কমিউনিস্টরা প্রায় দখল করে নিয়েছে । এই দলটির মেইন স্ট্রীমের নেতারা আজ প্রায় সবাই সাইড লাইনে ।

প্রভাবশালী আইন, অর্থ, তথ্য, শিল্প, শিক্ষা, কৃষিসহ দলের নীতিনির্ধারকদের প্রায় সবাই এককালের সমাজতান্ত্রিক আদর্শের বরসড় নেতা ।

এসব কমিউনিস্টবাদীদের কট্টর মনোভাবের কারনেই বর্তমান আওয়ামীলীগ জনমানুষের কাছে একটি ইসলাম বিদ্বেষী দল হিসেবে পরিচিত লাভ করেছে । সুকৌশলে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে যাবতীয় ইসলাম বিরোধী কর্মতৎপরতায় লিপ্ত রয়েছে এ গোষ্টিটি । এদের যাবতীয় ইসলাম বিরোধী কাজ আওয়ামীলীগের ঘাড়েই পড়ছে ।

শেখ হাসিনার অবর্তমানে শেখ পরিবারের কেউ দলের হাল ধরার মত ক্ষমতা না রাখায় এরা আওয়ামীলীগকে এক প্রকার দখল করে নেয়ার কৌশলেই এগুচ্ছে । নিজেদের আওয়ামী ঘরানার ও মুক্তিযুদ্ধের চেতনার পৈতা মাথায় বেধে নিজেদের স্বার্থসিদ্ধি করার অভিলাষে দিন গুনছে এরা । শেখ পরিবারের বিদায়ের সাথে সাথে দলটি আওয়ামীলীগ থেকে আওয়ামী কমিউনিস্ট হয়ে গেলে অবাক হবার কিছু থাকবেনা ।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File