ইতিহাস হওয়ার পথে হেফাজত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১০ মে, ২০১৩, ০২:২৫:২৭ দুপুর
দূর্ভাগ্যজনকভাবে এভাবে শুরু করতে হল -
একদা ছিল হেফাজত নামে এক দ্বীনি সংগঠন । দেশে ইসলামের দুশমনদের উৎপাত বেড়ে যাওয়ায় উনাদের প্রকাশ্যে মাঠে নেমে আসা ছিল এক অভাবনীয় ঘটনা । দেশের ইসলাম প্রিয় মানুষ মনে করেছিল, যাক এবার যদি ইসলামিক শক্তিগুলোর ঐক্যমত হয় ।
৬ এপ্রিলের ঐতিহাসিক লংমার্চে তৌহীদি জনতার অকল্পনীয় অংশগ্রহন দেখে হেফাজতের ওলামাগন ও জনতা আশায় বুক বেধে ছিল । সিদ্ধান্ত নিতে বার বার ভুল করা (লংমার্চে বাধা দিলে লাগাতার হরতাল- লাগাতার অবস্হান ধর্মঘট-অবশেষে একদিনের হরতাল ইত্যাদি) ও অবস্হান পরিবর্তনের কারনে জুলুমশাহী তখনই বুঝতে পারে এদের পায়ের তলায় মাটির ঘনত্ব !
অতঃপর ৫মের অবরোধ ও পরবর্তী সমাবেশেও বিপুল সংখ্যাক ধর্মপ্রান মানুষের অংশগ্রহনের ফলে হেফাজতী ওলামাদের আত্মবিশ্বাস তুংগে ছিল । কিন্তু একজন আল্লামা শফী ছাড়া আর কেউ কোন সিদ্ধান্ত দিতে না পারায় আরো স্পস্ট হয়ে উঠল উনাদের দলীয় ভিত্তি ।
জুলুমশাহীর পেটোয়া বাহিনি যখন রাতের আধারে দানব ডাকাত দলের মত হামলে পড়ল নিরস্র ও নবাগত ঘুমন্ত মানুষের উপর, তখন কোন দিক নির্দেশনা ছাড়াই এসব মানুষদের অনেকে দ্বিগ্বিদিক ছোটাছুটি করল ! কেউ প্রান দিল, কেউ মারাত্মক আহত হল । অনেকে ঢাকায় কোনদিন আসেনি, হাতে টাকাকড়ি নেই, চিকিৎসার টাকা নেই ইত্যাদি । কিন্তু কোন দিক নির্দেশনা নেই ! হিমাগার থেকে লাশগ্রহন করারও কাউকে দেখা মিললনা !! অসুস্হদের কোন আল্লামা খবর নিলনা ! জানাজাতো দূরে থাক ! শুধু দোয়া দিবস !!!!!!!!
অতঃপর একদিনের হরতাল ডেকে তা আবার প্রত্যাহার !!! হায়রে হেফাজতী ভায়েরা, আল্লাহ আপনাদের হেফাজত করুন । ইসলামী আন্দোলন বুঝবেনাতো ইসলামী আন্দোলনের সমালোচনাও দয়া করে আর করবেননা । জুলুমশাহীর অত্যাচারে নিশ্পেষিত মজলুমদের জেলে নিয়ে নির্যাতন করলে আল্লাহর গজব পড়েছে, এধরনের কথাও যেন আর না শুনি আপনাদের কাছ থেকে । ইসলামের পথ বড়ই কন্টকাকীর্ন, নবী-রাসুল আঃদের জীবনী থেকে শিক্ষা নিন ।
বিষয়: বিবিধ
২০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন