ইসলাম,কোরআন-হাদীস-জামাত-শিবির বা কোন ইসলামীদলের বা কোন পীর সাহেব বা কোন ব্যাক্তির পৈত্রিক সম্পত্তি নহে...
লিখেছেন লিখেছেন মুক্তমন ০১ এপ্রিল, ২০১৩, ০৬:৩৮:৩১ সন্ধ্যা
ইসলাম,কোরআন-হাদীস-এসব কোন ইসলামীদলের বা কোন পীর সাহেব বা কোন ব্যাক্তির পৈত্রিক সম্পত্তি নহে বা কেউ ইসলামের একক এজেন্সীশীপ নিয়ে আসেননি যে অমুক দল বা অমুক ইসলামীরাজনীতির কথা বলছে,কেন বললো?
ধর্ম রাষ্ট্র কি এক হতে পারে?ধর্মকে রাজনীতিতে কেন? এভাবে নানান কথা বলে মুর্খতায় ডুবে নিজেতো বিভ্রান্তিতে আছেনই সমাজকে,রাষ্ট্রকেও বিভ্রান্তিতে ডুবিয়ে মারছেন!
তাই বিনীতভাবে বলছি-মহান আল্লাহ প্রদত্ত আলকোরআন,রসুল সাঃএর সুন্নাহ-আল-হাদীস সরাসরি পড়ুন-বুঝুন-তারপর দেখুন না ইসলাম কি মানুষের পরিপূর্ণ জীবনব্যবস্থার নাম নাকি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মের মতো নিছক কোন ধর্ম।ইসলাম কি শুধু নামাজ-রোজা-হজ্জ-যাকাত পালন করলেই হয়?নাকি ব্যবসা-বানিজ্য,চাকরী,আইন আদালত,সমাজ-রাষ্ট্র সর্বত্র কোরআনের অনুশাসন মেনে চলার নামই ইসলামীজীবন-আর এ জীবন যাপন করা প্রত্যেক মুমীনের জন্যেই ফরজ। জামাত-শিবির বা অন্যকোন ইসলামীদলের কর্মীদের জন্যেই নহে-ইসলামী রাজনীতি,অর্থনীতি,সমাজনীতি তথা ইসলামীজীবনবিধান পরিপূর্ণভাবে মেনে চলা আওয়ামীলীগ-বিএনপি-জাতীয়পার্টি নির্বিশেষে সকল মুমীনের জন্যে ফরজ
মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতভাবেই সরাসরি কোরআন-হাদীস বুঝে পড়ে সেভাবে মুমীনজীবন যাপন করারও তৌফিক দিন।---আমীন।।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন