কোন ব্যাক্তি বা পীরের মতবাদ নহে, সরাসরি কোরআন ও সুন্নাহ বুঝে পড়ুন।। সকল বিতর্কের অবসান করুন।।
লিখেছেন লিখেছেন মুক্তমন ৩০ মার্চ, ২০১৩, ০১:৪০:৫৮ রাত
কোনটা ইসলামী দল আর কোনটা ইসলামী দল নহে ?
ইসলাম নিয়ে রাজনীতি কেন?
জামাত-শিবির মওদূদীর ইসলাম করে?
ধর্ম যার যার রাষ্ট্র সবার-তাই ইসলামকে রাষ্ট্রের মধ্যে টেনে আনা কেন?
এসব বিতর্ক আজ নানাভাবে একটি বিশেষ মহল থেকে উস্কে দেয়া হচ্ছে....অথচ এসবই পরিষ্কার হয়ে যায়,সব প্রশ্নেরই জবাব মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পস্ট করে বর্ননা করেছেন এবং তাঁর রসুল সাঃকে দিয়ে ব্যক্তি-পরিবার ,সমাজ,রাষ্ট্র এমনকি বৈশ্বিক জীবন পরিচালনা করিয়ে বাস্তব নমুনা-শাশ্বত আদর্শ হিসেবে পেশ করেছেন যা কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে পথ দেখাবে।তাই কোন ব্যাক্তির বা কোন পীরের মতবাদ নহে সরাসরি আল্লাহ প্রদত্ত কোরআন এবং তাঁর রসুল সাঃএর সুন্নাহ বুঝে পড়ুন।। সকল বিতর্কের অবসান করুন।।ফ্যাৎনা-ফ্যাসাদ বন্ধ করুন।।শান্তি-সুখের-সম্প্রীতিময় সমাজ গড়ুন-সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন।।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন