আজো পুলিশের গুলিতে লাশ?কেন এমন হচ্ছে?তা হলে ইনুরা কি জামাত-শিবিরকে নিষিদ্ধ সর্বহারা-জঙ্গী বানাতে চায়?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৯ মার্চ, ২০১৩, ০৪:১৩:৪৫ বিকাল

আজকে সকালে টিভিতে ব্রেকিংনিউজে চাঁপাইতে তিনজন নিহত হবার খবর দেখে আরেক চ্যানেলে দেখলাম সিরাজগঞ্জে সংঘর্ষ চলছে! পুলিশের গুলিতে আহত ৩০জন।জুম্মার নামাজ পড়ে এসে ব্রেকিংনিউজে দেখি সিরাজগঞ্জে ২জন নিহত।গণমামলার আসামী ধরতে এসে

জামাত-শিবির-বিএনপির সাথে আওয়ামীলীগওপুলিশের সংঘর্ষ।সারাদেশে এ যাবৎ আমাদেরই দেশের পুলিশের গুলিতে প্রায় পৌণে দু'শ নিরস্ত্র নাগরিক নিহত হলেন।এ সংখ্যা দিন দিন বাড়ছেই!কিন্তু কেন? এরা কি আজ দেশের বিরাট সমস্যা?এদের অধিকাংশ জামাতশিবিরের নিরীহ নামাজী আদর্শ-চরিত্রবান-মা-বাবার একান্ত বাধ্য মেধাবী সন্তান।আর অন্যান্যরাও নিরীহ গ্রামের অতি সাধারণ মুসুল্লি।এদের অপরাধটা কি? দেশে আইন আছে,আদালত আছে,নাগরিক হিসেবে অপরাধী হলে যথারীতি বিচারের ব্যবস্থা আছে।তানা করে সোজা গুলি করে মেরে ফেলা? কেন?কেন এমন হচ্ছে?আমাদের প্রিয় বাংলাদেশটাকে কি কেউ ইরাক-আফগান-কাশ্মীর,ফিলিস্তিনের মত অস্থির করতে চায়?আত্মঘাতী জিঘাংসায় শান্তিকামী নাগরিকদের বাধ্য করতে চায়? কেউকি জামাত-শিবিরকে নিষিদ্ধ সর্বহারা-জঙ্গী বানাতে আদাজল খেয়ে নেমেছেন?

আজকে জামাত-শিবির নিয়ে এতো হৈচৈ মাথাব্যাথা কেন?

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জামাত-শিবির এর কর্মকান্ড তদন্ত করুন- দেশের গনতন্ত্র প্রতিষ্টার আন্দোলনে নিয়মতান্ত্রিকভাবে সংসদে এবং রাজপথে

দেশপ্রেমিক ভুমিকায় জামাত অনন্য অবস্থানে রয়েছে বরাবর।শুধু তাই নহে চারদলীয় ঐক্যজোটের সরকারে জামাতের দুজন নেতা দুটো মন্ত্রনালয় অত্যন্ত সফলতরভাবে সুনামের সাথে পরিচালনা করে দুর্নীতির সমাজে ন্যায়ের - সততার দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বময় দেশের সুনাম-সুখ্যাতি-সম্মান বৃদ্ধি করেছেন।অথচ কী এমন কান্ড হলো যে হঠাৎ করে আজ জামাত শিবিরকে নির্মূল করতে হবে?জামাত-শিবিরের লক্ষ-কোটি সমর্থক-যারা সাংবিধানিকভাবে-জন্মসূত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক।এ নাগরিকগণের সুরক্ষার পরিবর্তে নির্মূলের ঘোষনা দেয়ার কোন এখতিয়ার কোন মন্ত্রী-এমপি বা কোন নাগরিককে আমাদের সংবিধান দিয়েছে কি?কোন নাগরিক অপরাধ করলে দেশের নিয়মমোতাবেক তার বিচার হবে!অথচ আজকে অযথাই দেশের বড় বড় সংকটগুলোকে পাশ কাটিয়ে জামাত শিবির নিয়ে হৈচৈ বাধিয়ে দেশ ও জাতিকে বিভাজনের মহাসংকটে ফেলে কে কি ফায়দা নিতে চাইছেন আমাদের সবাইকেই ভেবে দেখা দরকার।

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File