আলকোরআনকে আকড়ে ধরার আহবান জানাচ্ছেন স্বয়ং আল্লাহপাক?কোরআনের এ আহবানে আজ আলেমগণ...
লিখেছেন লিখেছেন মুক্তমন ২৬ মার্চ, ২০১৩, ০১:৫৯:৫২ দুপুর
সরাসরি কোরআন থেকে আজকের চলমান সংকটের সমাধানে আলেম সমাজের এগিয়ে আসা জরুরী।
পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আজকের চলমান সংকটের সমাধান বের করতে হক্বানী-আলেম-উলামা মাশায়েখগণ এক প্লাটফর্মে এসে দেশ ও জাতিকে উদ্ধারে ঝাপিয়ে পড়া সবচে বড় ঈমানী দায়িত্ব।আপনারা ঐক্যবদ্ধ হতে গড়িমসি করছেন অথচ কিছু মোনাফিক নামধারী আলেম দেশবাসীকে বিভ্রান্ত করতে মাঠে তৎপর।কোন মুমীন কোরআন-সুন্নাহর বাইরে থাকতে পারে না।কোন সুযোগই নেই।ফরজ-ওয়াজিব-সুন্নাতে মুয়াক্বাদাহ নিয়ে কোন মুসলমানেরই বিন্দু পরিমান মতবিরোধের অবকাশ নেই।কিছু জঈফ হাদীস দিয়ে ইবলিস সব সময়ই মোনাফিকদের দ্বারা জাতিকে বিভ্রান্ত করেছে।আজো করছে।কিন্তু কোরআনের সরাসরি এ আদেশ সকলের জন্যেই শিরোধার্য-অলঙ্ঘনীয়-অবশ্যই পালনীয়।তা হচ্ছেঃতোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকবে,যারা মানুষকে ন্যায়-কল্যাণ- ভালর দিকে ডাকবে।মানুষকে ন্যায় প্রতিষ্ঠার আদেশ করবে,অন্যায়-অশ্লীল-মন্দকাজের নিষেধ করবে,এবংআল্লাহর উপর অবিচল ঈমান রাখবে।
তাই জামাত-শিবির-ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিশ,নেজামে ইসলাম,তাবলীগ জামাত ইত্যাদি যে যে ভাবেই নিজ নিজ দলীয়কাজে বিচ্ছিন্নভাবে ইসলামের খেদমত করছেন করেন;কিন্তু আজকে আপনাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে আলকোরআনকে আকড়ে ধরার আহবান জানাচ্ছেন স্বয়ং আল্লাহপাক:ওয়া তাছিমু বি হাবলিল্লাহি জামিয়া-ওয়ালা--তাফাররাকু-তোমরা আল্লাহর রজ্জুকে-অর্থ্যাৎ আল-কোরআনকে শক্তভাবে আহড়ে ধরো,বিচ্ছিন্ন হইও না,দলাদলি করো না----------তাই হক্বানী আলেম উলামা-পীর মাশায়েখ সহ সকল মুমীনকেই আজ পবিত্র কোরআনকেই শক্তভাবে আকড়ে ধরতে হবে।যারা বিপথগামী হয়ে নাস্তিক-মুরতাদ হচ্ছে তাদের বিষয়ে কোরআনিক ফায়সালা কায়েমের কাজ,
কোরআনের নির্দেশমোতাবেক সমাজে ন্যায়-ইনসাফ-কায়েমের কাজ,শান্তি-শৃংখলা কায়েমের কাজ,দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি প্রদানের সুমহান ব্যবস্থা কায়েমএর কাজে সর্বাত্মকভাবে ঝাপিয়ে পড়ার এক্ষনি সময়...দলাদলি করে,একে ওর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে,ইহুদীআলেমদের মত বিনাশীকান্ডের অপপ্রয়াস থেকে সবাইকে হেফাজত করতেই হবে আজ.......
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন