২৬শে মার্চ শোকদিবস বা গণহত্যাদিবস না হয়ে স্বাধীনতা দিবস কেন?আর ১৬ডিসেম্বর স্বাধীনতা দিবস নয় কেন?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৬ মার্চ, ২০১৩, ১২:০৬:৪৮ রাত

আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে,মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বরাবর ষড়যন্ত্র চলছেই।

আজ ২৫মার্চ এর ভয়াল কালোরাত।১৯৭১ সালের ২৫মার্চ রাত ১২টার পর রাজধানী ঢাকা সহ সর্বত্র অপারেশন সার্চলাইট নামে ভয়াবহ গণহত্যা চালায় কুখ্যাত ঘাতক পাকহানাদার বাহিনী!এ রাতটি হচ্ছে অত্যন্ত মর্মান্তিক-ভয়াল কালরাত্রি।পৃথিবীর ইতিহাসে নৃশংস গণহত্যা চালিয়েছিল পাকহানাদারেরা।এ কাল রাত,গণহত্যার ২৬শে মার্চ! গণহারে পাকমিলিটারী হানাদাররা দেশে আমাদের মা-বাবা-ভাই-বোন-ছাত্র-যুবা নির্বিশেষে সবাইকে গুলী করে হত্যা করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল।এ দিবসটিতো শোকাবহ গণহত্যাদিবস বা এ জাতীয় শোকগাঁথা কোন দিবস হবার কথা কিন্তু এ ২৬শে মার্চ স্বাধিনতা দিবস কেন? এ প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ড.এস.এম.লুৎফর রহমান লিখিত বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি-১৬ই ডিসেম্বর নাকি ২৬শে মার্চ?শীর্ষক এক নিবন্ধে পড়েছিলাম।আজকে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আঃকাদের সিদ্দিকীকে নব্য রাজাকার এমনকি মহান স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক- জেড ফোর্সএর বীরসেনা মেজর জিয়াকে নিয়ে নানান কটুক্তি সবশেষ যুদ্ধাপরাধির বিচারের নামে বিশ্বনন্দিত আলেমেদ্বীন আল্লামা সাঈদীকে মৃত ঘাতক দেলুরাজাকার সাজিয়ে মানবতাবিরোধি অপরাধের প্রশ্নবিদ্ধ বিচারের রাজনৈতিক হীনমন্যতায় আজ ৪২বছর পর দেশকে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের বিভাজনে মহাসংকটের দিকে ঠেলে দিয়ে শাসকগোষ্ঠির ফ্যাসিস্ট আচরণ ও বামদের পাষন্ড উল্লম্ফন দেখে ওদের ষড়যন্ত্রের এজেন্ডা বাস্তবায়নের কুটচালই প্রতিভাত হয়ে উঠছে।আর তাই আজ প্রশ্নগুলো বার বার যেন কড়া নাড়ছে!

আমরা স্বাধীনতা অর্জন করেছি ১৬ই ডিসেম্বর, যেদিনটিতে স্বাধীনতা অর্জন করেছি সেদিনটি কেন আমাদের স্বাধীনতা দিবস নহে।স্বাধীনতার রাজনৈতিক আহবান জানিয়েছিলেন ঐতিহাসিক রেসকোর্সময়দানের বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখমুজিবুররহমান ৭ই মার্চ-১৯৭১সালে।বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের সশ্বস্ত্র ঘোষনা দিয়েছিলেন ২৭মার্চ,১৯৭১ মেজর জিয়াউর রহমান।আর ২৫শে মার্চ রাত ১২টার পর ২৬শে মার্চ চলে ভয়াবহ গণহত্যা!এ গণ হত্যার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ!সেই থেকে টানা নয় মাসের যুদ্ধ।তারপর এক সাগর রক্তের দামে ১৬ই ডিসেম্বর পাক হানাদারদের আত্মসমর্পনএর মাধ্যমে স্বাধীন বাংলাদেশ শুভ জন্মগ্রহণ করে।এখন জন্মগ্রহণের দিন জন্মদিন অর্থ্যাৎ স্বাধীনতা দিবস হবে এটাইতো স্বাভাবিক কিন্তু ২৫মার্চ রাত ১২টার পর ২৬শে মার্চতো আমাদের উপর জালিমের অবর্ননীয় জুলুম-জেনোসাইড শুরু হলো!তাহলে এ শোকদিবস-গণহত্যা দিবসটি কেন স্বাধীনতা দিবস? বিশ্বের অন্যান্য দেশের অবস্থা কেমন? বৃটিশ ইংরেজ বেনিয়াদের হাত থেকে পাক-ভারত বিজয় লাভ করে,স্বাধীনতা অর্জন করে ১৪ এবং ১৫ আগষ্ট।আর তাই আজো ভারত ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবস পালন করে ।আর পাকিস্তান ১৪ আগষ্ট ।ওরা বিজয় দিবস পালন করে না কেন?

আরেকটি প্রশ্ন পাকহানাদার সেনা আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কাছে আত্মসমর্পন করেনি কেন?ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পনের আয়োজনটি কি কৃতজ্ঞতা প্রকাশ ছিল?

বিষয়: বিবিধ

১৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File