মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে শাহবাগী ব্যবসা ফ্লপ!এবার বষীয়ানদের দিয়ে আরেক প্রজেক্ট!!!

লিখেছেন লিখেছেন মুক্তমন ১৮ মার্চ, ২০১৩, ০২:২০:০৮ দুপুর

আওয়ামীলীগের সীমাহীন দুর্নীতি-দুঃশাসন আর যুবলীগ-ছাত্রলীগের সীমাহীন সহিংস তান্ডবে দিশেহারা হয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতে এসে এখন আসলসহ পূঞ্জি খোয়াতে বসেছে আওয়ামীবাম লীগ।

মেয়াদের শেষবর্ষে যুদ্ধাপরাধির বিচারের পূজি নানান কেলেঙ্কারিতে ফুরিয়ে যাচ্ছে।তাই শাহবাগী ব্লগারদের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পূজিটা কাজে লাগাতে বেশ উদ্যোগী হয়ে উঠেছিলেন কিন্তু ওদের মধ্যে যে ধর্মবিরোধী আর নাস্তিক ব্লগারে পরিপূর্ণ বিষয়টা হিসেবে আনতে দেননি-বোধ করি বামরা।এখন হ-য-ব-র-ল অবস্থায় জামাত-শিবির নিষিদ্ধ কর শ্লোগানে বর্ষীয়ান জাগরনের কোসেস চলছে।এসবই ফ্লপ করবে।কারণ ভন্ড ব্যবসায়ীরা সাময়িকভাবে লাভবানের ভান করতে পারে কিন্তু ব্যবসা স্থায়ী করতে কশ্মিনকালেও পারে না।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File