গণহত্যার পর চলছে গণগ্রেফতার?ওরাই লাশ হচ্ছে!ওরাই গণহত্যা-গণগ্রেফতারের শিকার!উল্টো ওরাই সন্ত্রাসী?ওরাই দুষ্কৃতকারী???
লিখেছেন লিখেছেন মুক্তমন ১৭ মার্চ, ২০১৩, ০১:০৪:১৪ রাত
সারাদেশ জুড়ে এক আতঙ্ক ওমুক বাসায় থাকতে পারছে না!ওমুক গ্রামে গ্রেফতার আতঙ্কে পুরুষরা ক্ষেতে-খামারে দাড়িয়ে বসে রাত কাটাচ্ছে!যেন ৭১এর অগ্নিঝরা রাত!বগুড়া,সাতক্ষীরা,গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় আজ আহত নারীপুরুষদের আর্তনাদে আকাশ যেন ভারি হয়ে উঠেছে!বগুড়ায় ১৩জন মারা গেছেন আর শত শত আহত,অনেকে পঙ্গুত্ববরন করেছে!অত্যন্ত লোমহর্ষক যে আহত কাতর জনতার পাশে দাড়াতে, মাথায় হাতবোলাতে কেউ আসতে পারছে না পুলিশের গ্রেফতারের ভয়ে! ওরা সাধারণ গ্রামবাসী,এদেশের নাগরিক,অথচ
নাগরিকএর বন্ধু পুলিশ আজ নাগরিকের মুখোমুখি?তাও আবার বন্দুক নিয়ে-গুলি নিয়ে?--আর দেশের সরকার?দেশের কিছু মিডিয়া?আজকের বিশিষ্ট নাগরিক সমাজ? মুক্তিযুদ্ধের পর দেশে পিলখানার হত্যাযজ্ঞ!আর ১৭০জন নাগরিকের লাশের মিছিল দেখেও হৃদয়টা একটুও কাদবে না?ওল্টো ওরাই সন্ত্রাসী?ওরাই দুষ্কৃতকারী?
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন