চাপাতি দিয়ে খুন, গুলীকরে গণহত্যাকে বলে আত্মরক্ষা? আর লাশের মিছিল-মজলুমের ফরিয়াদকে বলে সহিংস তান্ডব!

লিখেছেন লিখেছেন মুক্তমন ১৫ মার্চ, ২০১৩, ০৩:১১:০৩ দুপুর

অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক যে,কিছু মিডিয়ার অসৎ-অপকর্মের কারণে দেশে আজ জাতিগত বিভাজন ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। আজ আমরা সাধারণজনগণ বিভ্রান্তিতে যেন হাবুডুবু খাচ্ছি!সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়া ছাড়া উপায় নেই।

এরা তথ্যসেবী সাংবাদিক নহে!এরাই বিবেকবিক্রিত তথ্যসন্ত্রাসী!চাপাতি দিয়ে মানুষখুন,পাখীরমত গুলীকরে গণহত্যা করাকে ওরা বলে আত্মরক্ষা? আর লাশের মিছিল-আর্তনাদ-মজলুমের ফরিয়াদকে বলে সহিংস তান্ডব!এরাই মানবতার জঘন্যদুশমন!

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File