সরকারী-বিরোধিদল-জামাত-শিবির সবাই দেশের নাগরিক। দযাকরে নাগরিক হত্যা বন্ধ করুন- দ্রুত সংলাপে বসুন।।
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৮ মার্চ, ২০১৩, ০৩:০১:৩৬ দুপুর
আজকে দেশের নাগরিকগণ বলির পাঠা হচ্ছে।সরকারী-বিরোধি-জামাত-শিবির নহে বরং সবাই দেশের নাগরিক-দেশের জনগন আজ হত্যা-গুম-মামলা-হামলার শিকার।দয়া করে বন্ধ করুন!
আর কালবিলম্ব না করে দেশের মুরুব্বী-সুশীল সমাজ,ব্যবসায়ী-পেশাজীবি-আইনজীবী-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ-প্রাক্তন এবং বর্তমান রাষ্ট্রপতিগণ,প্রাক্তন বিচারপতিগণ এবং দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ-অন্যান্য অমুসলিম ধর্মীয় শীর্ষনেতৃবৃন্দ সমন্বয়ে বাংলাদেশের জাতীয় সংকট নিরসন জাতীয় নাগরিক সুরক্ষা কমিটি করে-একটি জাতীয় নাগরিক সুরক্ষা প্লাটফর্ম করে
অত্যন্ত ঠান্ডা মাথায় সবাই বসে অত্যন্ত খোলামনে-সৎভাবে-ন্যায়নিষ্টভাবে- দেশ ও জনগনের বৃহত্তর ঐক্য এবং নিরাপত্তার স্বার্থে আর একজন নাগরিকও যেন আহত বা লাশ না হয়,দেশের শান্তি-শৃংখলা-স্বস্থি যেন ফিরে আসে সে জন্যে অতিশীঘ্রই একটি জাতীয় গোলটেবিল বৈঠকে বসে জাতীয় সংলাপ শুরু করুন- এরই মাধ্যমে দেশ ও জাতির চলমান সংকট নিরসন হবেই হবে ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন