মিডিয়ার বন্ধুরা পেইডনিউজগিরি বন্ধ করুন! সরকারকে এক্ষুনি-গণহত্যা বন্ধে সাহায্য করুন!বাধ্য করুন!!

লিখেছেন লিখেছেন মুক্তমন ০৪ মার্চ, ২০১৩, ০৬:২৫:৩৭ সন্ধ্যা

সারাদেশে আজ পুলিশ- আঃলীগ-ছাত্রলীগ-যুবলীগএর যৌথ হামলায় সাঈদীভক্ত নারী-শিশু-ছাত্র-যুবক-বৃ্দ্ধ গুলিবিদ্ধ হয়ে পাখীর মত লুটিয়ে পড়ছে!পুলিশ-বিজিবি গুলি করছে,চাপাতি লীগরা কোপাচ্ছে! বিক্ষুব্ধ সাঈদীভক্তরা ইট-পাটকেল,বড়জোড় গাছের ঢাল-গুড়ি টেনে রাস্তায় ফেলে অবরোধ করছে! এদের মধ্যে নারী-শিশুরাও রয়েছে,ঝাড়ু নিয়ে তারা মিছিল করছে! আর পুলিশ-(কোথাও কোথাও বিজিবি) যুদ্ধের পোঁজ নিয়ে ক্ষেতের মধ্যে গুলি করছে!আর যাদের হাতের কাছে পাচ্ছে তাদেরকে নির্মমভাবে নেকড়ের মতো ঝাপিয়ে পড়ে মাথায় রাইফেল দিয়ে সজোরে আঘাত করছে!আর ওরা ক্ষত-বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে-ওদের রক্তস্রোত সবই দেখাচ্ছেন,লাশের স্তুপও দেখাচ্ছেন! কিন্তু

ব্রেকিং নিউজ কি করছেন?

পুলিশের উপর জামাত-শিবিরের হামলা, জামাত-শিবিরের সহিংস তান্ডব!নিহত ৭,গুলিবিদ্ধ অর্ধশতাধিক।

আবার কখনও ব্রেকিংনিউজ করছেন এভাবে

-র্যাব-পুলিশের ওপর জামাত-শিবিরের গুলি,২জামাত-শিবির কর্মী নিহত।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৫জন।আর আপনাদের নিউজকাস্টার পড়ছেন- সারাদেশে জামাতশিবিরের সহিংস তান্ডব, ৫৫জন নিহত।আর ছাত্রলীগ অগ্নিসংযোগ,ভাঙ্চুর করলে বিক্ষুব্ধ জনতা জামাত-শিবিরের অফিস ভাঙ্চুর করেছে ইত্যাদি ।

আর কে বা কারা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ভাইদের স্থাপনা,তাদের উপাসনালয়ে হামলা করেছে এমন নিউজে জামাত-শিবির নিয়ে বাড়াবাড়ির অন্ত নেই!

প্রতিদিন যারা- তাদের শীর্ষনেতাদের প্রশ্নবিদ্ধ বিচার করে- ফাঁসীর আয়োজন হচ্ছে,দেশে-বিদেশে জুডিশীয়াল কিলিংয়ের অভিযোগ উঠেছে!বিশেষ করে বিশ্বনন্দিত আলেমে দ্বীন সাঈদী সাহেবকে মিথ্যাদন্ড দেবার বিষয়টি ফাঁস হলে প্রতিবাদে নারী-পুরুষ-দল-মত-নির্বিশেষে সাঈদীভক্তরা সবাই রাস্তায় নেমে এসেছেন।এসব নিরীহ গ্রামবাসীরা কোন তান্ডব করেন নি।আপনাদেরই ক্যামেরায় তা ঠিক ঠিকই ধারণ করেছেন।অথচ টক শোতে বসে আওয়ামী সরকারের মন্ত্রী-এমপি এবং ঘাদানিক নেতাগংদের নির্মূল নিষিদ্ধ করার এজেন্ডায় কি নিষ্ঠুরভাবে অসহায় নারী-শিশুর লাশগুলোর সাথে গ্রাম বাংলার শতাধিক মৃত মানুষগুলোর সাথে আর হাজার হাজার আহত ও লক্ষাধিক আটক মজলুম বনিআদমের সাথে,অসহায় মানবতার সাথে কি অবিচারই না করছেন?তাদের অসহায়ত্ব নিয়ে কি ঠাট্রাই না করছেন ?

এতে করে প্রিয় জাতির বিবেক,রাষ্ট্রের চতুর্থস্তম্ভ সংবাদপত্রের সাংবাদিক বন্ধুরা -জাতিকে কি মেসেজ দিচ্ছেন?সরকারকে কি তথ্যসহযোগিতা-কি বারতা দিচ্ছেন? আমাদের পুলিশ-বিজিবি দেশের প্রতিরক্ষা ডিপার্টমেন্টে,কি বারতা দিচ্ছেন?সারা বিশ্বে নিজেদেরই মা-বোন-ভাইদেরকে গণহারে প্রতিদিন পাখির মত গুলি করে লাশ বানিয়ে এসব পেইড নিউজ করে করে যে তথ্যসন্ত্রাস করছেন আপনারই দেশপ্রেমিক নিরীহ ভাইবোনদের সন্ত্রাসী-জঙ্গী-তান্ডব সৃষ্টিকারি দেখিয়ে প্রকারান্তরে আসল জঙ্গীদের তান্ডব করার সুযোগ করে দিচ্ছেন! একবারও কি ভেবে দেখেছেন? মুসুল্লীরা আল্লাহ-নবীর অবমাননায় প্রতিবাদ জানাতে রাস্তায় নামলো তাদেরকেও পুলিশ বাধা দিয়ে বিক্ষুব্ধ করে অবশেষে গুলি করে লাশ বানালো! ওটাও জামাত-শিবিরের তান্ডব বলে জানাতে চাইলেন !

এতে করে হচ্ছেটা কি? সরকার তার সীমাহীন অন্যায়-জুলুম সম্পর্কে ডেমকেয়ার হয়ে আরও সীমাহীন অন্যায়-জুলুম করে

জনগনকে লাশ বানানো বন্ধ না করে আরও বেপরোয়া হচ্ছেন যা কারো জন্যেই ভালো হচ্ছে না।

জনগন আপনাদের তথ্যে সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পরক্ষণেই আপনাদের পেইডনিউজের কারসাজি ধরে ফেলছেন!একইভাবে দেশে-বিদেশে সবাই।এবং লাশপরা বন্ধ না হবার জন্যে এতদসংক্রান্তে চরম উস্কানীদাতা এবং বিভ্রান্তি সৃষ্টিকারী দুর্র্বত্ত হিসেবে-সিন্ডিকেট চক্রান্তকারী হিসেবে জনতার আদালতে আপনাদেরকে দাড়াতেই হবে।দয়াকরে জাতির বিবেক হিসেবে এসব বন্ধ করুন!!

১.৩৫মি.হবে ব্রেকিং নিউজ দেখছিলাম-চট্রগ্রামের সাতকানিয়ায় র্যাব-পুলিশের ওপর জামাত-শিবিরের গুলি,২জামাত-শিবির কর্মী নিহত।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৫জন।

আমি ৭১ বা জি-টিভি,আর-টিভি,বৈশাখীতে দেখে অভার কনফার্ম হতে চ্যানেল আই দেখছিলাম।প্রথম প্রথম গড়মিল কিছুই ধরা পড়েনি ।আমার ফেভারেট চ্যানেল। তৃতীয় মাত্রা সহ বেশ কিছু প্রোগ্রামের কারনে বেশ বস্তুনিষ্ঠ সত্যপ্রিয় বলেই আমার মনে হতো।

অথচ একি দেখছি,বার বার করে দেখছিলাম ভুল দেখছি কি-না!

না-লিখেছেন ঠিকই- চট্রগ্রামের সাতকানিয়ায় র্যাব-পুলিশের ওপর জামাত-শিবিরের গুলি,২জামাত-শিবির কর্মী নিহত।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৫জন। ----বার বার করে দেখছিলাম যে,র্যাব-পুলিশের ওপর জামাত-শিবিরের গুলি,২জামাত-শিবির কর্মী নিহত।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৫জন। এটা কী করে হয়? জামাত-শিবির গুলি করে তারাই ২জন নিহত,আবার ৫জন গুরুতর আহত? হায়রে তথ্যসন্ত্রাস!আমার ফেভারেট চ্যানেলআই--ও তাহলে-----?

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File