।।সাঈদী সাহেব ৭১সালে রাজাকার ছিলেন না, কিছুই ছিলেন না ব্যাঃ শাজাহান ওমর (বীর উত্তম)কে সত্যবলার জন্যে ধন্যবাদ।।
লিখেছেন লিখেছেন মুক্তমন ০২ মার্চ, ২০১৩, ১২:০৩:৫৮ রাত
ব্যারিষ্টার শাহজাহান ওমর (বীর উত্তম)কে সত্যবলার জন্যে অনেক ধন্যবাদ।অত্যন্ত বলিষ্ঠতার সাথেই তিনি সাঈদীসাহেবের ব্যাপারে বলছিলেন যে,সাঈদী সাহেব ৭১সালে রাজাকার ছিলেন না কিছুই ছিলেন না; তখন গোলাম মোর্তজা সাঈদী রাজাকারের কমান্ডার ছিল দাবী করলে ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)প্রতিবাদ করে বলেন অসম্ভব। তখন গোলাম মোর্তজা বলেন কমান্ডার না হলেও রাজাকার বাহিনীর সদস্য ছিল, তখনও ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)প্রতিবাদ করে বলেন সাঈদী কিছুই ছিল না। আমার এলাকার বিষয়ে আমি ভালো করেই জানি।----আমি অবাক হয়ে দেখছিলাম এবং বর্ষীয়ান সাংবাদিক মুসা সাহেবের কথাও শুনছিলাম!আর উপস্থাপকের চাতুরীপূর্ণ মুন্সিয়ানা দেখে ভাবছিলাম-তথ্যসন্ত্রাসীরা সিন্ডিকেট করে কিভাবে রাজাকারকে মুক্তিযোদ্ধা আর বীরমুক্তিযোদ্ধাকে বলে নব্য রাজাকার!
বিশ্বনন্দিত আলেম মাওলানা সাঈদী সাহেবকে গতকাল বেকসুর খালাস দেয়াই ছিল ন্যায়বিচার!কারণ দেলু রাজাকার সে গণপিটুনিতেই মারা গেছে।অথচ সেই মৃত দেলু রাজাকার সাজিয়ে বিশ্বনন্দিত আলেম মাওলানা সাঈদী সাহেবকে যে অপমান অপদস্ত করা হলো জাতি অবশ্যই আওয়ামী মিথ্যাচারের বিচার একদিন করবেই করবে
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন