চিহ্নিত যুদ্ধাপরাধি টিক্কা-নিয়াজীদের ছেড়েদিয়ে মৃত রাজাকারকে সাজিয়ে আজ ভাই হয়ে ভাইয়ের ফাঁসী চাই..?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৪:০৬ রাত

১৯৫জন কুখ্যাত পাক-সেনা!গণহত্যার ভয়ংকর অপরাধি টিক্কাখান -কুখ্যাত পাকসেনাপতি নিয়াজীরা কোথায়?

আসল যুদ্ধাপরাধি-মানবতাবিরোধি অপরাধিতো তারা!

ইতিহাস বলে-কুখ্যাত তদানিং পাকিস্তানি শাসকগোষ্ঠি-পাক হানাদাররা!কুখ্যাত টিক্কা খান-নিয়াজি গংরা চিহ্নিত যুদ্ধাপরাধি!বঙ্গবন্ধু তখন বিচার করে ওদের ১৯৫জন পাকসেনাকে যুদ্ধাপরাধি হিসেবে চিহ্নিত করেছিলেন!

দিল্লীচুক্তির আওতায় ওদের সবাইকে পাকিস্তানে ফেরৎদিলেন আর বললেনঃবাঙ্গালী ক্ষমা করতে জানে!আর তাদের সহযোগি রাজাকাররা দালাল আইনে বিচারাধিন ছিলেন।হাজার-হাজার দালালদের সারাদেশ থেকে তখন গ্রেফতার করা হয়েছিল।অনেকে ক্ষমা পেয়ে বেরিয়ে এসেছে।

দেশস্বাধীনের পর জাতিকে পক্ষ-বিপক্ষের অভিশাপ থেকে মুক্তকরেন যাতে ঐক্যবদ্ধ বাংলাদেশবাসী হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-মুসলমান সকলে ভাই ভাই হিসেবে মিলেমিশে স্বাধীন সোনার বাংলাদেশকে গড়ে তুলবেন ।

অথচ আজ ৪২ বছর পর বঙ্গবন্ধুর মীমাংসিত বিষয়টিকে সামনে এনে দেশের মানুষের মধ্যে পক্ষ-বিপক্ষের বিভক্তি টেনে ভাইয়ে-ভাইয়ে আজ কোন আত্মঘাতি হোলিখেলায় লিপ্ত করছে? আর তারই মদদ দাতা ভারত!আসলে দেশ স্বাধীনের পর থেকেই ওরা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ায় নিবেদিত হতে দিচ্ছেই না!নানান ইস্যূ বানিয়ে বানিয়ে আমাদের নিজেদেরকেই নিজেদের বিরুদ্ধে বিবাদের মধ্যে জড়িয়ে অস্থির করে রেখেছে--আর তাই

শিল্পীর কন্ঠে শোনা যায়-কি বলার কথা কি বলছি?কি করার কথা কি করছি?---------তিরিশ বছর পরেও আবার স্বাধীনতাটাকে খুজছি!আর ৪২ বছর পরেও আজ নিজেদেরকে পক্ষ-বিপক্ষ করছি!পাকিস্তানি হানাদার টিক্কাদেরকে ছেড়ে দিয়ে আজ আমার বাংলাদেশী ভাইয়ের ফাঁসী চাইছি?

আজ ইন্ডিয়ান টাইমসের খবরে

শিল্পীর সেই সুরেরই প্রমান মেলে----

ওরা বাংলাদেশের স্বাধিনতা সইতে পারেনা!

শান্তি-সুখের সোনার বাংলা দেখতে চাহে না!

তাইতো বছর বছর পর-ঐ না ভারতীয় চর

নিজের দেশটা নিজের মত গড়তে দিল না---গড়তে দিল না

ভাইয়ে ভাইয়ে মিলে মিশে থাকতে দিল না--।।

এইটা-সেইটা ইস্যূ করে দেশের ভেতরে--

দেশনেতাদের রাখলো পাগলা দিওয়ানা করে-

পক্ষ-বিপক্ষ কইয়া রাখলো বিবাদ বাধাইয়া

ভাইয়ে ভাইয়ে মিলে মিশে থাকতে দিল না--বাঁচতে দিল না--

স্বাধীনভাবে নিজের দেশটা গড়তে দিল না।।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File