উলামা-মাশায়েকদের পুলিশ আবারও গুলি করে শহীদ করলো?-অথচ নাস্তিক ব্লগাররা....!
লিখেছেন লিখেছেন মুক্তমন ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৩:০৫ বিকাল
গত শুক্রবার জুমআর নামাজের পর পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী মুসুল্লীরা বিক্ষোভ করলে পুলিশের গুলিবর্ষনে ৫জন মুসুল্লী শাহাদাতবরণ করেন!তার প্রতিবাদে ইসলামীদলগুলোর পক্ষ থেকে আজকে দেশব্যাপী হরতালের ডাকদিলে ১৪দলীয় মহাজোট ও শাহবাগের আন্দোলনকারীরা সেই হরতাল প্রত্যাখান করে প্রতিহত করার ডাক দেয়।
অত্যন্ত দুঃখজনক আজকের হরতাল চলাকালে মানিকগঞ্জে পুলিশ আওয়ামীলীগ একত্রিতভাবে ইসলামীদলের উপর হামলা করে-আবারও পুলিশের গুলিতে এ পোষ্ট লিখার সময়পর্যন্ত মাওলানা নাসিরউদ্দীন সহ ৫জন শাহাদাতবরণ করেছেন বলে জানা যায়।
এদিকে গতকাল থেকেই সারাদেশে জামাত-শিবিরওবিএনপির অফিস-নানান ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-অগ্নিসংযোগ করে, এমন কি একজন নিরীহ কম্পিউটার শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যা করা সহ ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী তান্ডব চলতেই থাকে!সেই সাথে শাহবাগীরাও আজকে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সম্পূর্ণ পুলিশী সহযোগিতায়।সারাদেশে ছাত্রলীগও সন্ত্রাসী তান্ডব চালাচ্ছে পুলিশী সহযোগিতায়!অপরদিকে সারাদেশে নির্বিচারে বিক্ষোভকারী মুসুল্লীদের পুলিশ গুলি করে শহীদ করছে!
শাহবাগ থেকে একটিবারও ওরা বলছে না যে,তাদের মধ্যে বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন এদের কেহই ওসব ধর্মীয় অপকর্মের সাথে জড়িত ব্লগার নয়!বরং আমারদেশ সম্পাদকের কথাই আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।
শাহবাগ থেকে জবাই কর-খতম কর-ইসলামী রাজনীত নিষদ্ধি কর শ্লোগানের বাস্তবায়ন হচ্ছে মুসুল্লিদের লাশ হবার মাধ্যমে-তারপরও কি বিবেকবানরা জাগবে না?
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন