ঈন্ধনে নহে সরকারের সহযোগিতায় চলছে গণজাগরণ মঞ্চ!যথাসময়ে হবে গণতন্ত্র মঞ্চ!!

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৫:৫৪ রাত

বিএনপি নেতা ব্যারিষ্টার মওদূদ সম্প্রতি বললেন সময়মত প্রতিটি জেলায়-উপজেলাতেও গণতন্ত্র মঞ্চ করা হবে।

এদিকে আওয়ামীবামনেতা জনাব লেনিনের ভাষায়ঃ সরকারের ঈন্ধনে নহে সরকারের সহযোগিতায় আজকের শাহবাগ!

আর আজকে যখন দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে যে, আওয়ামীবাম ছাত্রনেতাদের দিয়ে কিছু বিপথগামী নাস্তিক-মুরতাদ সহ তরুণব্লগারদের দিয়ে দেশবাসীর প্রিয় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পূজি বানিয়ে যুদ্ধাপরাধির ফাঁসীচাই দাবীতে শাহবাগের আন্দোলনটা আসলে কেন?কেনই বা আল্লাহ রসুলের অবমাননাকারী কিছু নাস্তিক-মুরতাদ ব্লগার যারা আদালতের হুলিয়া মাথায় নিয়ে অরাজনৈতিক প্লাটফর্মে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন? বিষয়টি অত্যন্ত সঠিক ও সুস্পষ্টভাবে দেশবাসীকে জানান দিয়ে আজকে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান শাহবাগ আন্দোলনকারীদের রোষানলেই শুধু পড়েননি তাকে হত্যার -খতম করার হুমকিও তারা দিচ্ছেন!সেই সাথেএকজন সৎ-মুসলিম সাংবাদিক হিসেবে নাস্তিক-মুরতাদ ব্লগারদের ঈমানবিধ্বংসী কর্ম-কান্ড দেশবাসীকে জানানোর কারণে আজ পাঁচ-পাঁচটি মামলারও শিকার হলেন তিনি!মাহমুদুর রহমানকে গ্রেফতারের জন্যে ২৪ঘন্টার আল্টিমেটামও দিলেন ঐ ব্লগাররা।সবচে বিস্ময়কর যে,আওয়ামী১৪দলীয় জোটের কিছু নেতা-মন্ত্রীর -কথাবার্তার সাথে ঐ ব্লগারদের কথাবার্তা হুমকী-ধমকীরও একই সুর?

অথচ দেশের বিরোধীদলের তথা আঠারদলীয়জোটের অবস্থা আজ অনেকটাইএমন----

রাতে ঘরে চোর ঢুকেছে-বউ টের পেয়ে আস্তে আস্তে স্বামীকে ডেকে বলছে-ওগো ঘরে চোর ঢুকেছে!স্বামী চোখ কচলাতে কচলাতে লেপের ভেতর থেকে মুখ বের করে চোর দরজা খুলছে দেখে স্ত্রীকে বলছে চুপ থাক- দেখি না কি করে?চোর দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে স্ত্রী আবারও বলছে-ওগো চোর দরজা খুলে ঘরে ঢুকে পড়েছে!ঘরে ঢুকে পড়েছে কি হয়েছে?দেখি না তারপর কি করে? চোর আস্তে আস্তে আলমারীর কাছে এসে পড়েছে!ওগো!চোরতো আলমারির...!তাতে কি হয়েছে?দেখি না তারপর কি করে? চোর আলমারি খুলে গহনালঙ্কার সহ মূল্যবান কাপড়-চোপর যা ছিল সব একটা বেগের ভেতর ঢুকাচ্ছে-স্ত্রীর আর তর সইছে না-ওগো-আমার গহনা-কাপড়-চোপর সব-----স্বামী আরও ভাল করে লেপটা টেনেমাথা-মুখ ঢেকে নিয়ে গোঙ্গাতে গোঙ্গাতে বলছে-আরে তাতে কি হয়েছে দেখি না তারপর কি করে?চোর আলমারি থেকে সব বেগে করে নিয়ে দৌড়---স্ত্রী বঠি নিয়ে পেছনে পেছনে ----আর কাপুরুষ-অলস-কুলাঙ্গার স্বামী বেচারা-লেপের ভেতরে থেকে প্রলাপ বকছে-দেখিনা তারপর কি করে?-

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File