মুক্তচিন্তা চর্চ্চার ফাঁদে পড়ে ।।তরুনদের নাস্তিক-মুরতাদ হওয়া থেকে রক্ষা করুন।।
লিখেছেন লিখেছেন মুক্তমন ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৮:১০ রাত
আমি আজকের উত্তপ্ত পরিস্থিতিতে শাহবাগ নিয়ে সব কটি লিখাতেই কোরআন-সুন্নাহ সর্বোপরি ইসলামী আদর্শের ইসলামী শরীআর সার্বজনীন আবেদন-অবস্থান থেকেই সকল দলের মুসলমানদেরকে-মুমীনদেরকে তাদের করণীয় বিষয়েই
উদাত্ব আহবান-আবেদন জানিয়ে যাচ্ছি।
আগামী কালকে সারাদেশের মসজিদ থেকে যে,বিক্ষোভের ঘোষনা- তা কয়েকজন ব্লগারতরুণ যারা মুক্তচিন্তা চর্চ্চার ফাঁদে পড়ে নাস্তিক-মুরতাদ এর অপরাধের অপকর্মে লিপ্ত হয়ে কুখ্যাত সালমান রূশদীর চাইতেও জঘন্যতম কাজ করে মুসলমানদের কলিজা টুকরো টুকরো করে ফেলেছে।এসব যে কোন মুসলমানের জন্যেই অত্যন্ত ভয়ানক ব্যাপার।নিছক কোন খেল তামাশার বা সাময়িক ভাবে পুলকিত হবার বিষয় নহে।আমাদের সন্তানরা এভাবে ধ্বংসের অতল গহবরে তলিয়ে যাচ্ছে আর আমরা এ নিয়ে নোংড়া রাজনীতি করবো তা কিছুতেই হতে পারে না।আমাদের সরকার অন্তত এ বিষয়টি
মুসলিম হিসেবেই তার ভুমিকা তার অবস্থান থেকে গরম নহে ঠান্ডাভাবেই গ্রহণ করবেন।কেননা কোন অপরাধ দমনে মুমীনের করনীয় পদক্ষেপ প্রসঙ্গে মহানবী সাঃএর ঘোষনা হচ্ছেঃ
মুমীন কোন অন্যায় দেখলে প্রথমতঃসর্বশক্তি দিয়ে তা বন্ধ করবে,দ্বিতীয়ত:সে সক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করবে,তৃতীয়তঃসে সক্ষমতাও না থাকলে মনেমনে ঘৃনা করবে।তাও যদি না থাকে তার মধ্যে কোন ঈমানই নেই।মহানবী ঈমানদারের তিনটি অবস্থা সুস্পষ্ট করেই ঘোষনা করেছেন।
অতএব আমরা সবাই যার যার অবস্থান থেকে ঈমান বিধ্বংসী সকল কর্মকান্ড ঈমানদারীর সাথেই নিবারণ করবো।কোন ফ্যাৎনা-ফ্যাসাদ-বিশৃংখলা সৃষ্টি করে নহে।কেননা সরকারও মুসলমান-বিক্ষোভকারীরাও মুসলমান- তাই কোন পরিস্থিতি সৃষ্টির অবতারণা যেন না ঘটে।সংশ্লিষ্ট সকলেই সজাগ থেকে নিজেদেরকে বিভক্তি বিভাজন-নৈরাজ্য থেকে রক্ষা করি।
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন