দাবী মোদের একটাই-কাদের মোল্লার ফাঁসি চাই-কিন্তু এখন-অতঃপর?
লিখেছেন লিখেছেন মুক্তমন ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৫:৪৭ রাত
আজকে শাহবাগে যে তরুনরা অরাজনৈতিক বলে জনগণকে মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে (জঘন্য নাস্তিক-মুরতাদ ব্লগাররাও নাকি ইন্ধনকারী(?)সবই প্রকাশ পাচ্ছে)জমায়েত করে নবজাগরণের নামে দেশকে বিভাজনের মহাসংকটে ফেলে দিচ্ছে বলে ইতোমধ্যেই পর্যবেক্ষক মহল আশংকা প্রকাশ করছেন। দুর্নীতি আর দেশের আইনশৃংখলা রক্ষায় সর্বোপরি দেশপরিচালনায় ব্যর্থতায় আকন্ঠ নিমজ্জিত সরকার তার হীন স্বার্থ হাসিলে এদের ব্যবহার করছে কি-না, সেই সাথে আওয়ামী বাম ঘরানার ইসলাম বিদ্বেষীদের উস্কানী বলেও অভিযোগ উঠছে দেশের প্রধান বিরোধীদলসহ বিভিন্ন মহল থেকে।
কারণ এখান থেকে যে শ্লোগান এবং বক্তব্য আসছে-প্রথমে শ্লোগান এবং দাবী ছিল একটাই-যুদ্ধাপরাধির ফাঁসি চাই-দাবী মোদের একটাই-কাদের মোল্লার যাবজ্জীবন নয় ফাঁসি চাই-ফাসী চাই।।
তারপর যুক্ত হলো -জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর।।ইসলামী ব্যাংক সহ এদের সমর্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠান সমূহ,মিডিয়া-সংবাদপত্র সব বর্জন কর,
শিবির ধর-জবাই কর।।এমন কি আমারদেশ সম্পাদককে খতম করার,ড,আসিফ নজরুল,অধ্যাপক পিয়াস করিমের চামড়া ছিলে নেবার হুংকারও দেয়া হয় শাহবাগ থেকে।অতি উৎসাহী কিছু চ্যানেলের এতদসংক্রান্তে পরিবেশিত অনুষ্ঠানাদি দেখে মনে হয় আওয়ামী বাম ঘরানার নেতা কর্মী সমর্থক ছাড়া বিএনপি সহ সবাই যেন আজ অচ্ছুত!
অত্যন্ত পরিতাপের বিষয়, জামাতশিবিরের সাথে পুলিশের সংঘর্ষের খবরে স্বচেক্ষ দেখা যাচ্ছে -এক পক্ষ পুলিশের উপর ইট-পাটকেল ছুড়ে মারছে আর পুলিশ ইট-পাটকেলের মোকাবেলায় অনর্গল গুলিবর্ষন করে নিরস্ত্র জামাত শিবিরের তরুনদের নির্বিচারে লাশ করে দিচ্ছে।এ যাবত পুলিশের গুলিতে জামাত-শিবিরের প্রায় ১৬জন নেতা কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে।
অথচ এই ইট-পাটকেল নিক্ষেপকারীরা যারা পুলিশের গুলিতে লাশ হয়ে রাজপথে লুটিয়ে পড়ছে তাদেরকেই জঙ্গী বলে ভয়ংকররূপে দেখানো হচ্ছে আর চাপাতি দিয়ে দিনে দুপুরে কুপিয়ে বিশ্বজিতের কুখ্যাত হত্যাকারী জংঙ্গীদেরকে,লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে লাশ বানানোর কুখ্যাত-খুনি-মানবতাবিরোধী ভয়ংকর অপরাধী বাপ্পাদিত্য বসু জঙ্গীদেরকে শাহবাগে আজ মানবতাবাদী বলে প্রচার করে যে তথ্যসন্ত্রাস করা হচ্ছে দয়া করে এমন ভয়ংকর ক্ষণে আজকের বাকসেনানী সম্পাদক মাহমুদুর রহমানের মত এগিয়ে আসা তথ্যকর্মীদের জন্যে আজ বড়ই প্রয়োজন।
বিষয়: রাজনীতি
১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন