তৌহিদী জনতার মহা জাগরণ নিয়ে ৭১,জি-টিভি গংদের কাভারেজ করার নমুনা দেখুন---!
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৫ এপ্রিল, ২০১৩, ১০:৪৯:০৬ রাত
ঈমানী চেতনায় তৌহিদী জনতার মহা জাগরণকে ৭১,জি-টিভি গংরা দেখুন কয়চোখা কাভারেজ করছে! জুমআর পর চট্রগ্রামে৭১টিভি ইউনিট আক্রান্ত হবার সংবাদ সংযোগটি দেখছিলাম।মহিম মিজানসহ অনেকে আহত ব্রেকিং নিউজে দেখাচ্ছিল; আর সরাসরি জবাবে চট্রগ্রাম স্পট থেকে জানাচ্ছিলেন স্বয়ং মহিমমিজান নিজে-হঠাৎ কে বা কারা কিল-ঘুষি দিয়ে ওদের ইউনিটের উপর ঝাপিয়ে পড়ে।পুলিশ মূর্তির মতো দাড়িয়ে দেখে,হেফাজতের লোকেরাই তাদেরকে নিরাপদে নিয়ে আসে ইত্যাদি-ইত্যাদি।মখা সাহেব সরাসরি জামাতশিবিরের উপর দোষ দিলেন।চট্রলার সাংবাদিকদের একাংশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে স্পট কাভারেজে বাস-ট্রাক-লঞ্চ-স্টীমার বন্ধ রাখার মতোই কজ-শো করলেন।আর রাতে টকশোতে সামিয়া জামান যা উপস্থাপন করলেন!দেখে- বসে বসে শুধু ভাবছিলাম হায়রে একচোখা মিডিয়া....হায়রে তোষামোদী পেইডনিউজগিরি!হায়রে তথ্যবিভ্রাট!হায়রে তথ্যকাট-ছাট!
পুলিশের গুলিতে কামরাঙ্গীরচরে আসর নামাজের সময় মাদ্রাসার ছাত্রদের উপর স্থানীয় আওয়ামী ছাত্রলীগের অতর্কিত হামলা, সেই সাথে পুলিশের বর্তমান আত্মরক্ষারূপী গুলিতে আওয়ামীলীগেরই একজন নিহত ,তিনজন গুলিবিদ্ধ-প্রায় ৩০জন ছাত্র আহত।এ ঘটনাটি ঐগংরা কি যে কাভারেজ করলো?
একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা......
বিষয়: বিবিধ
১৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন