দেখুন-আজ বঙ্গবন্ধু কন্যাকেও কিভাবে গণবিচ্ছিন্ন করছে? আওয়ামী ধর্মপ্রাণ নেতাকর্মীদের কি কিছুই করণীয় নেই?
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৫ এপ্রিল, ২০১৩, ০৪:১৫:২১ বিকাল
দেখুন বামরা কিভাবে আওয়ামীলীগকে গণবিচ্ছিন্ন করে?
আল্লামা শাহ আহমদ শফী ১৩ দফা দাবীতে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এর নামে ঈমান বাঁচানোর ডাক দিয়েছেন।
কেননা মহান আল্লাহর উপর আস্থাও বিশ্বাস এর বিষয়টি ঈমানের কোন অংশ?সর্বোপরি কতিপয় নাস্তিক-মুরতাদ ব্লগারের ভয়ংকর ইসলাম বিদ্বেষী কর্মকান্ডে ঈমানদারকে কি করতে বলে?ঈমানদারের করণীয়টুকুন কি হতে পারে? একজন মুসলমান হিসেবে ইনু-মেনন-বাদল-মতিয়া গংরা না বুঝার ভান করলেও অন্তত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামীলীগের অসংখ্য মুসলমান নেতা কর্মীরা জানে এবং তারা তাদের ঈমান বাঁচাতে করণীয়টুকুন করতে চাইলেও ঘাপটি মেরে থাকা ঐ বামরা বঙ্গবন্ধুকে যেভাবে গণবিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়েছিল!দেখুন আজকে ঠিক একইভাবে তার কন্যাকে আজকের আওয়ামীলীগকে নিয়ে সেই একই কান্ড করছে! আরও ভয়ংকর দিকে ঠেলে দিয়ে গণবিচ্ছিন্ন করার সবরকমের কু-শল্যা বরাবর দিয়েই চলেছে!যার জন্যে ধর্মবিদ্বেষীদের বিষয়ে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিতে নানান টালবাহানা করিয়ে আড়াই মাস পার করালো।যাক তারপরও সরকার আবার গনজাগরন মঞ্চের বিরুদ্ধে গিয়ে কয়েকজন ব্লগারকে গ্রেফতার করলেন !এবং পরিবেশ মন্ত্রীকে পাঠিয়ে হেফাজতের নেতাকে বোঝানোরও উদ্যোগ চালিয়েছেন আলাপ-আলোচনার মাধ্যমে।যা আমাদের চলমান রাজনৈতিক সংকটনিরসনে খুবই দরকারী হলেও কেউ কারও সঙ্গে আদৌ করেননা । এ উদ্যোগটিও কালক্ষেপন করিয়েছে ঐ বাম গংরাই।সংকট নিরসনে সরকার অবশ্যই আন্তরিক কিন্তু নানান কুপরামর্শ দিয়ে আজ সরকারকেও যেন বিষিয়ে তোলছে ওরা!
আজ সরকার বলছেন-হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে কোন বাধা প্রদান করবেননা ...আর বামগংরা এটাতে জামাত-শিবিরের নাশকতার ভূত এর ভয় দেখিয়ে ওদের চেলাচামুন্ডাদের দিয়ে কলঙ্কের তিলক পড়িয়ে জুমাবারে হরতাল ও সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়ে সরকারকে ৯০ভাগ মুসলমানদের বিপক্ষে ঈমানবিরোধী কর্মকান্ডের মুখোমুখি এনে দাঁড় করালো?লংমার্চতো সরকারের বিরোদ্ধে নহে বরং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামীলীগের মুসলমান নেতাকর্মী সহ সারা বাংলাদেশ ও বিশ্বে র সকল মুসলমানের ঈমানের উপর আঘাতদানকারি নাস্তিক-মুরতাদদের পাপকর্মের বিরোদ্ধে? এ বিষয়টি বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামীলীগের মুসলমান নেতাকর্মীদের ঈমানকে কি আহত করছে না?অবশ্যই মুসলমান হিসেবে করার কথা!তাই ঐ গণদুশমনদের কুশল্লা থেকে,ইসলামবিদ্বেষীদের পাপের অভিশাপ থেকে দেশকে,জাতিকে,নিজের দলকে বাঁচাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী ধর্মপ্রাণ নেতাকর্মীদের কি কিছুই করণীয় নেই?
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন