আমার সম্পাদিত"প্রবাসের গল্প-২" এখন বই মেলায়

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:২৭:২০ রাত



একখণ্ড জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠান মজিদ মিয়া। চোখে মুখে একরাশ স্বপ্ন। ছেলেকে নিয়ে বিমানবন্দর যাবেন, সেখান থেকে বিদায় জানাবেন, পথ খরচের সেই টাকাটাও নেই। তবুও ঋণ করে গ্রামের মসজিদের হুজুরকে দাওয়াত দিয়েছেন, দোয়া পড়িয়েছেন, নিজেও কত কান্নাকাটি করে প্রতিনিয়ত দোয়া করছেন ছেলের মঙ্গল কামনায়। যাতে পথে ও বিদেশে ছেলে কোন সমস্যায় না পড়ে.................প্রবাসের গল্পের একটি লেখার চুম্বক অংশ।

জীবন জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে বিশ্বের নানা প্রান্তে থাকা ২৬ জন প্রবাসী লেখকের জীবনযাত্রার বৈচিত্রময় নানা গল্প নিয়ে লেখা প্রবাসের গল্প-২ এখন অমর একুশে বই মেলায় পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে।

সৌদী আরব মদীনা প্রবাসী শাহাদাত হুসাইনের সম্পাদিত এই বইতে আরো যারা লিখছেন:

ভারত ভ্রমন:ওস্মৃতি অনুভূতি-ডঃ আ,ফ,ম খালিদ হোসেন

প্রবাসীদের অব্যক্ত বেদনা-মোহাম্মাদ লোকমান

প্রবাসের টিউশনী-তামীম রায়হান

প্রবাসীর করুন কাহিনী-মোহাম্মাদ এনামুল হক

মনে বড় আশা ছিল যাবো মদীনায়-শাহাদাত হুসাইন

কন্যার কাছে প্রবাসী বাবার খোলা চিঠি-মোহাম্মাদ জামাল উদ্দিন

একটি চিঠির অপেক্ষায়-মুহাম্মাদ সাইফুল আলম(ব্লগার প্যারিস থেকে আমি)

প্রবাসীর মায়ের কাছে খোলা চিঠি-আবু তাহের মিয়াজী

প্রবাসীদের সচেতন হতে হবে-আব্দুল্লাহ আল শাহীন

শূন্যতার প্রবাস-মোহাম্মাদ ইসমাইল

রক্তচোষা প্রবাসে অশান্ত হৃদপিন্ড-কামরুল হাসান জনি

আমার দেখা মালয়েশীয়া-মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

অনন্ত সাথীর সন্ধানে-মাহবুবা সুলতানা লায়লা

রবিউল আজো কাদেঁ-মোহাম্মাদ হাসান মুরাদ

বিদেশে আমি যখন অসুস্থ্য-ফরিদ মাহবুব

কেমন কাটে প্রবাসীদের জীবন-আমিনুল ইসলাম

ইয়াহুদীদের সর্বশেষ দুর্গ:দোমাত আল জান্দাল-ফখরুল ইসলাম

প্রবাসীদের শ্রম আল ভালবাসার মুল্য কতটুকু আমরা দেই?সবুজ কবির

বিবর্ন প্রবাস-মাসুদ আল মাহদী

প্রবাসের রোজ নামচা-মাহমুদুল হাসান চৌধূরী

তুমি আছো হৃদয়ে-মোস্তফা কামাল গাজী

বিরহ ভাবনা-ফ,ই,ম ফরহাদ “কবিতা”

সালাম তোমায় হে নবী-মাসুম বিল্লাহ ফিরোজী

প্রবাসী-ফজলে এলাহী মুজাহিদ

প্রবাস নীড়-শাহাদাত আল মাহদী

আমি প্রবাসী-ওবাইদুল হক

বইটি পাওয়া যাবে অমর একুশে বই মেলার ৪০৬ নাম্বার ষ্টলে।

দেশের যে কোন যায়গায় বইটি নিতে চাইলে যোগাযোগ করুন। whtasApp-Imo +966551957380



বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381801
১২ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার উদ্যোগটি নেওয়ার জন্য ধন্যবাদ। বইটির বহুল প্রচারনা কাম্য।
১২ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০৩:১৬
315657
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ ভাই
381802
১২ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাইয়া বইটি প্রকাশে অনেক সময় দিলেন তাই ধন্যবাদ দেবোনা। যারা এই কাজে শ্রম সময় ও অর্থের যোগান দিয়ে সহযোগীতা করেছে, এবং যারা লিখে প্রবাসী মনের ভাব প্রকাশ করেছে তাদের সকলের নেক হায়াত ও কল্যাণময় জীবনের প্রাথর্না মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। তিনি এই কাজকে মানুষের কল্যাণে আরো বৃদ্ধি করুন। এই কাজের মাধ্যমে স্বদেশীরা জানুক প্রবাস কতটা জ্বালাময়ী। পৃথিবীর শেষাবধি এই প্রচারণা চলতে থাকুক। আপনি ও আপনার পরিবারের সকলের কল্যাণ কামনা করছি। দোয়া করবেন আমাদের জন্যে।
১২ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০৩:১৭
315658
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আপনাদের সুন্দর লিখনী বইটিকে করেছে আরো সমৃদ্ধ। ধন্যবাদ আপু
381816
১২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১১:১৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি। Rose
381817
১৩ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৪:৩৬
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
382198
১২ মার্চ ২০১৭ রাত ০৮:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো প্রিয় প্রবাসী ভাই। বইটির বহুল প্রচার কামনা করছি।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File