লেখা আহবান |
লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ৩০ জুলাই, ২০১৬, ০৭:৪১:৪৩ সন্ধ্যা
আসসালামু আলাইকুম। কেমন আছেন
প্রবাসের গল্প বইটি ছাপা হয়েছিল জানুয়ারী ২০১৬ তে অনেকরই হৃদয় কেড়ছে বইটি। অভিজ্ঞতা,সময় সল্পতা আর প্রিন্টিং মিসটেকের কারনে প্রবাসের গল্প প্রথম বইটি আমরা কাঙখিত মানের করতে পারিনী। এবার আমরা “প্রবাসের গল্প২” প্রকাশের সিদ্যান্ত নিয়েছি । আপনার একটি মানসম্পন্য লিখা কামনা করছি। বইটি আগামী জানুয়ারীতে ২০১৭ প্রকাশ হবে ইনশা আল্লাহ্। যেহেতো অনেক সময় আছে আমরা আশা করছি গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ভাল একটি জীবনমুখী গল্পের বই পাঠকমহলকে উপহার দিতে পারবো।
* আগামী ৩০শে আগষ্ট ২০১৬ এর মধ্যে লেখা জমা দিতে হবে।
*বইটিতে ২৫জন মনোনিত লেখকের লেখা ছাপা হবে।
*ভাল লেখার ক্ষেত্রে এর সংখ্যা আরো বাড়তে পারে। *লেখা শুধু প্রবাস বিষয়ক হতে হবে।
*লেখক প্রবাসী-বা প্রবাস ফেরত হতে হবে।
আল্লাহ পাক আমাদের সহায় হোন। আমিন
শাহাদাত হুসাইন
সৌদী আরব মদীনা মোনাওয়ারাহ প্রবাসী।
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর প্রচেষ্ট। অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন