টুপি-দাড়ি মানেই কি রাজাকার ?
লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ০৩ মার্চ, ২০১৩, ০২:১৮:৩১ রাত
একজন সহযোগীকে সাথে নিয়ে চললেন এক মহা মানব যিনি মানুষকে পরম মমতায় আপন করে নিতেন , শত্রুকেও তিনি নিজ হাতে খাইয়ে নিজ বিছানায় ঘুমুতে দিতেন , তিনি চলছেন তায়েফে কালেমার দাওয়াত দিতে অনেক বুজালেন কেও তার কথা শুনেনী , তিনি ফিরে আসছেন ।
কাফের সরদাররা তরুনদের ডেকে বললেন ঐযে দেখ পাগল যাচ্ছে , তরুনরা বললেন পাগলকে কি করতে হয় ?
কাফের সরদাররা বললেন পাগলকে পাথর মারতে হয় , পাথর আসছে বৃষ্টির মতো , আঘাতে আঘাতে তিনি লুটিয়ে পড়লেন মাটিতে এক পর্যায়ে বে-হুশ হয়ে পড়ে রইলেন মাটিতে ।
তরুনেরা মনে করলো তিনি মারা গেছেন , তাকে দাফন করতে হবে সিদ্ব্যান্ত নিলেন পাথর চাপা দিবেন সবাই মিলে বড় এক পাথর উপর থেকে নিচে ফেললেন এই মহা-মানবের উপর আল্লাহপাক পাথরকে ডেকে বল্লেন হে পাথর ! থেমে যাও ।
পাথর থেমে গেলেন এই মহা-মানব কে ছিলেন বলতে পারেন?
যার সৃষ্টি না হলে এই দুনিয়া , আমরা আর তরুন প্রজন্ম সৃষ্টি হতোনা তিনি হলেন মানবতার কান্ডারি নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ।
আজ তাফের ঐ কাফের সরদারের উত্তরসুরিরা আমাদের এই নতুন প্রজন্মকে উস্কে দিচ্ছেন দেখ ঐ দাড়ি-টুপি ওয়ালা রাজাকার যাচ্ছে , অতি উৎসাহি কিছু তরুন-যুবক বাবার বয়সী দাদার বয়সী লোকদের দাড়ি টেনে ধরে রাস্তায় অপমান করছে ।
তায়েফের ঐ কাফের সরদাররা আজ নেই তাদের চেলা-চামুন্ডারা বেঁচে আছে , তেমনি বেঁচে আছেন মুহাম্মাদ (সাঃ) এর সৈনিকেরা ভয় পাওয়ার কোন কারন নেই আল্লাহর সাহায্য আমাদের সাথেই আছে থাকবে , ইনশা আল্লাহ্ ।
বিষয়: বিবিধ
১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন