উমরা হজ্বের সফরে এসে দেখা করে গেলেন ব্লগার আধাশিক্ষিত মানূষ ।

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ১৮ জুন, ২০১৪, ১১:২৬:৫৪ সকাল

ব্লগার আধাশিক্ষিত মানূষ : কাতার থেকে উমরায় আসবেন ব্লগে পোষ্টের মাধ্যমে জানিয়েছিলেন ।

আমি ব্লগে অনিয়মিত হওয়ায় সাউদী প্রবাসী ব্লগার আব্দুল গাফ্ফার ভাই আমাকে ফোন দিয়ে জানালেন আমার প্রিয় শহর পবিত্র মদীনায় তার সাথে যেন সাক্ষাৎ করি ।

আব্দুল গাফ্ফার ভাইয়ের সাথে কথা বলে বলগে প্রবেশ করে ভাই আধা শিক্ষিত মানুষের পোষ্টে কমেন্টর মাধ্যমে জানিয়ে দিলাম মদীনায় আমার অস্হিত্ব্যের কথা ।

ওনিও আমাকে কনফার্ম করলেন সাউদী আরবে এসে আমাকে জানাবেন ।

তিনি কথা রেখেছেন সাউদী আরব এসে আমাকে কল করে জানান দিলেন তার আগমনের কথা ।

পবিত্র ওমরাহ্ সম্পন্ন করে মদীনায় আসবেন বৃহস্পতিবার ।

শুক্রবার জুমআ পড়ে চলে যাবেন ।

সেই থেকে অপেক্ষা এলো মিলিত হওয়ার দিন বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত আমার অফিস , বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে সামান্য বিশ্রাম তারপর চললাম মদীনার পানে আমার বাসা থেকে প্রায় ১৫/১৬ কিঃ দুরে হারাম শরীফ ।

এশার নামাজের পর সাক্ষাৎ হবে একজন অচেনা-অজানা অথচ মনের দিক দিয়ে সে কত আপন । হ্যাঁ একজন আপন মানুষের সাক্ষাতের জন্য ছুটলাম ।

এশার নামাজ শুরু হয়ে গেল সুরা ফাতিহার অর্ধেক পড়া হয়েছে দাড়ালাম নামাজে ইমাম সাহেবের তেলাওয়াত খুবই পরিচিত মনে হচ্ছে এত সুন্দর তেলাওয়াত শুনলে মন শীতল হয়ে যায় ( হে আল্লাহ! আমাদের সন্তানদেরকে এমন সুন্দর মায়াবী কন্ঠ আর সুন্দর চরিত্রের অধিকারি করো )

তার সুন্দর তেলাওয়াতে দুলছে মসজিদে নববীর লাখো মুসুল্লি ।

বিশ্ব নন্দিত ক্বারী পবিত্র কাবার খতীব শায়খ আব্দুর রহমান আস সুদাইসী হলেন আজকের নামাজের ইমাম আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুন , আমীন ।

এই প্রথম তার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হলো ।

ভাই আধা শিক্ষিত মানুষের সাথে সাক্ষাতের উসিলায় আমার একজন প্রিয় মানুষের পিছনে নামাজ পড়া হয়ে গেল ।

নামাজ পড়ে শুকরিয়া জানালাম সেই মহান রবের যিনি তার প্রিয় নবিজী (সাঃ) এর পবিত্র শহরে আমার রিযিকের ব্যাবস্হা করে দিয়েছেন আল হামদুলিল্লাহ্ ।

অবশেষে সাক্ষাত পেলাম ব্লগার আধাশিক্ষিত মানুষের একে অপরকে জড়িয়ে নিলাম বুকে যেন কত আপনজন ? অনেক দিন পর দেখা ।

ব্লগার আধাশিক্ষিত মানুষ নাম হলেও ওনি কিন্তু আধা শিক্ষিত না , ওনি অনেক বুজেন এবং জানেন আল্লাহপাক আমার এই নিরহংকারি ভাইটিকে সুস্হ হায়াত দিয়ে অনেক দিন বাচিয়ে রাখুন আমীন ।

ওনি দেশও জাতিকে নিয়ে অনেক ভাবেন কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায় এই চিন্তায় বিভোর ।

ব্লগের একটি সুন্দর পরিবেশও তার প্রত্যাশা ।

আমার মত অন্য কেউ গ্রহন নাও করতে পারে তাই বলে তাকে মানূষ হিসেবে গন্য করবোনা তা নয় যার যার অবস্হান থেকে সুন্দর গঠন মূলক সমালোচনা করবো আমাদের অনেকগুলো প্রত্যার মাঝে এইটাও একটি অন্যতম প্রত্যাশা ।

এই বিষয়ে আরো আগেই লেখার দরকার ছিল , ভাই আধাশিক্ষত মানুষ সময় মত লিখতে পারিনী বলে দুঃখিত . কারন ব্যাস্ততা আমাকে অক্টোপাশের মত জড়িয়ে ধরে আছে ।

ব্লগার আধাশিক্ষিত মানুষ ; এইটা তার নিক নেম মূল নামটা আমার জানা আছে এইটা না হয় গোপন রাখলাম ।

যাওয়ার আগে সবার কাছে একটি আবেদন জানিয়ে যাই , এসবি ব্লগে আমাদের একটা আড্ডা পোষ্ট হত যা আমার কাছে খোব ভাল লাগতো এক অপরের সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিত ।

সময় সুযোগ করে আড্ডাটা টুডে ব্লগে চালু করা যায় কিনা একটু ভেবে আপনার মতামত জানাবেন ।

যে যেখানেই থাকুন আল্লাহপাক সবাইকে রাখু সুস্হ্যও নিরাপদ , আমীন ।

শাহাদাত হুসাইন

মদীনা মুনাওয়ারাহ্ ।

সাউদী আরব ।

বিঃদ্রঃ আমি লেখা লেখিতে দুর্বল তাই বানান ভূলে বিরক্ত না হয়ে নিজ দায়িত্বে ঠিক করে নিবেন , ধন্যবাদ ।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236140
১৮ জুন ২০১৪ দুপুর ০১:২৮
egypt12 লিখেছেন : আপনাদের সবার জন্য দোয়া রইল আমার জন্যও দোয়া করবেন। Happy
১৮ জুন ২০১৪ দুপুর ০১:৩৫
182706
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ফি আমানিল্লাহ্ ।
236225
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আড্ডাটা এখানেও শুরু হয়েছিলো,কিন্তু আধা শিক্ষিত মানুষের সময়ের অভাবে তা আর এগুয়নি।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
182790
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আপনাদের মত কান্ডারিরা হাল ধরলে আর বন্দ্ব হবেনা
236227
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
আবু আশফাক লিখেছেন : আড্ডাটা আবার শুরু করা যায়।
১৮ জুন ২০১৪ রাত ১০:১২
182874
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আমিও চাই আড্ডাটা শুরু হুক
238005
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আস্সালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফেইস বুকে মেসেজ পেয়ে বেড়াতে এলাম নবী নগরীর বাড়ীতে।
সত্যি বলতে কি খুবই ব্যস্ত। ব্যস্ততার সীমা নেই। তবে দুনিয়াতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কোন ব্যস্ততা নাই।
সবাই যদি মত দেন, বিশেষ করে আবু আশফাক আর প্যারিস থেকে আমি যদি এগিয়ে আসেন, তাহলে সাথে আছি।
238630
২৫ জুন ২০১৪ সকাল ১০:৪২
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভাই আবু আশফাক আর প্যারিস থেকে আমি আপনারা হ্যাঁ বলুন ।
309185
১৬ মার্চ ২০১৫ রাত ০২:১৯
আব্দুল গাফফার লিখেছেন : আড্ডাটা আবার চালু করা হলে ব্লগটা আরো চাঙ্গা হত । Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File