১৫ সেকেন্ডে জানাযা.........

লিখেছেন লিখেছেন বীর বাঙালী ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৫:৩৫ রাত

আত্ম স্বীকৃত নাস্তিকের ১৫ সেকেন্ডে জানাযা। সত্যিই অবাক হওয়ার মত। একজন আত্ম স্বীকৃত নাস্তিক তার জীবদ্দশায় যে ব্লগ লিখে গেছে তার পড়লে গা শিওরে ওঠার মত। সে নাকি একজন কমরেড। যাই মুসলিম পরিবারে জন্ম নিযে এমনটা হওয়া খুবই কঠিন। তার পরেও তার হত্যাকান্ডটি আমাদের কাদায়। কেননা এই হত্যাকান্ড নিয়ে রাজনৈতিক ফায়সা হাসিলের চেষ্টা চলছে। তার প্রকৃত খুনী কে? তার স্ত্রী,কললিস্ট চেক করলেই সব বেরিয়ে আসবে। রহস্য উন্মোচন হবে। অমানিশা কেটে যাবে। এই প্রত্যাশা আমাদের সকলের। তার আগ পর্যন্ত সরকারসহ সকলের কান্ডজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা দরকার। তা না হলে তদন্তে বাধা সৃষ্টি হবে।

বিষয়: বিবিধ

৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File